ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্ঘটনার পর অভিনেত্রীকে মদ্যপ চালকের হেনস্তা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১২:১৯, ১৮ জানুয়ারি ২০২৬
দুর্ঘটনার পর অভিনেত্রীকে মদ্যপ চালকের হেনস্তা

অহনা দত্ত

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ওপার বাংলার ছোটপর্দার অভিনেত্রী অহনা দত্ত। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে শুটিং থেকে নরেন্দ্রপুর অঞ্চলের ভেতর দিয়ে বাড়ি ফেরার সময়ে দুর্ঘটনার শিকার হন এই অভিনেত্রী। এতে গাড়িটি অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মদ্যপ চালকের হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ অহনার। 

অহনার স্বামী দীপঙ্কর গাড়ি চালাচ্ছিলেন। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “নরেন্দ্রপুরের ভিতরের এলাকা দিয়ে যাচ্ছিলাম। রাস্তায় আচমকাই দাঁড়াতে হয়। কারণ সামনের গাড়িটা ঘোরাচ্ছিল। আচমকাই আমার নতুন গাড়িতে এসে ধাক্কা দেয়। গাড়ির সামনে খানিকটা ঘষা লেগেছে। এটা হওয়ার পরে আমরা যখন সামনের গাড়ির চালককে প্রশ্ন করি, তখন উল্টো আমাদের সঙ্গে মেজাজ দেখিয়ে কথা বলেন। পরের দিন ক্লাব গিয়ে টাকা নিয়ে আসতে বলেন। আমরা কি ভিক্ষা করছি নাকি?” 

আরো পড়ুন:

বাইপাসের ইলাইচি মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। অহনা কিংবা তার স্বামী কেউ-ই আঘাত পাননি। অহনার ভাষায়—“গাড়ি দুর্ঘটনা অস্বাভাবিক কিছু নয়। এটা হতেই পারে। কিন্তু গাড়িতে ধাক্কা মারার পর ওনারা যে ব্যবহার করেছে, সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়।” 

মদ্যপ চালকের হাতে হেনস্তা হওয়ার ঘটনা বর্ণনা করে অহনার স্বামী দীপঙ্কর বলেন, “রীতিমতো দাদাগিরি করছিল ওরা। ক্ষমা তো চায়নি, উল্টো আমাদের ওদের অফিসে গিয়ে ক্ষতিপূরণের টাকা নিয়ে আসতে বলেছে। এটাই এখন সব জায়গায় চলছে। এরা সব দালাল। অহনা না থাকলে বিষয়টা মারামারির পর্যায়ে পৌঁছে যেত। চালক মদ্যপ অবস্থায় ছিলেন।”  

ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে অহনা। আর সেই ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়