ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ বিজয়ী যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ১৮ জানুয়ারি ২০২৬  
‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ বিজয়ী যারা

‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ বিজয়ী হয়েছেন ইয়ামিন ও তাজকিয়া। এ প্রতিযোগিতার পঞ্চম আসরে প্রথম রানার-আপ হয়েছেন ঋতু, দেব ও তানিয়া। আর দ্বিতীয় রানার-আপের সম্মাননা পেয়েছেন সৌরভ ও সুমি।  

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আইসিসিএল ভেন্যুতে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় এই সিজনের গ্র্যান্ড ফিনালে। 

আরো পড়ুন:

অনুষ্ঠানটির আয়োজক ও স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক প্রতিযোগী অডিশনের মাধ্যমে এবারের আসরে অংশগ্রহণ করেন। একাধিক ধাপে প্রতিযোগিতা এবং বিচারকদের কঠোর মূল্যায়ন শেষে চূড়ান্তভাবে ১৪ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয়। সেখান থেকে প্রতিভা, উপস্থাপনা ও আত্মবিশ্বাসের ভিত্তিতে সাতজন প্রতিযোগী সেরাদের সেরা হিসেবে জায়গা করে নেন। 

গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী, চিত্রনায়ক জয় চৌধুরী, দেবাশীষ বিশ্বাসসহ মিডিয়া ও বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখ। তাদের উপস্থিতি অনুষ্ঠানটির আকর্ষণ ও গুরুত্ব আরো বাড়িয়ে তোলে। 

বলে রাখা ভালো, বিগত সিজনগুলোর বিজয়ীরা বর্তমানে মিডিয়া ও বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করছেন। সে ধারাবাহিকতায় ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ কেবল একটি রিয়েলিটি শো নয়, বরং নতুন মুখ তৈরির একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান আরো শক্ত করেছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়