দেখা দিয়েই আলোচনায় সেই মডেল রিয়া
জনপ্রিয় সেই ত্বক ফর্সাকারী প্রসাধনীর বিজ্ঞাপনে রিয়া (বাঁয়ে)
ত্বক ফর্সাকারী একটি প্রসাধনীর বিজ্ঞাপনে রোমান্টিক জুটি হিসেবে পারফর্ম করেন জনপ্রিয় মডেল পল্লব ও ফারজানা রিয়া চৌধুরী। ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি…’—এই জিঙ্গেল বিজ্ঞাপনটিতে ব্যবহার করা হয়। নব্বই দশকের জনপ্রিয় এই বিজ্ঞাপনের কথা নিশ্চয়ই দর্শকরা ভোলেননি!
মডেল পল্লবের দেখা মিললেও আড়ালে চলে যান ফারজানা রিয়া চৌধুরী। মডেলিং, অভিনয়কে বিদায় জানান। তারপর কেটে গেছে দীর্ঘ সময়। এক যুগ পর হঠাৎ দেখা দিলেন রিয়া। তা-ও ঢাকায় একটি আড্ডায় দেখা যায় তাকে। আর সেই মুহূর্তের কিছু ছবি ফেসবুকে প্রকাশের পর আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী।
স্বামী–সন্তান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন রিয়া। গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসেন। দেশে ফেরার আগে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন তিনি। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার সোবহানবাগের একটি রেস্টুরেন্টে আয়োজিত আড্ডায় যোগ দেন রিয়া। এ আড্ডায় উপস্থিত ছিলেন—রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মডেল সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউজ বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা ও নৃত্যশিল্পী তান্না খান। রিয়ার বাংলাদেশে আসাকে কেন্দ্র করে এই আড্ডার আয়োজন করা হয়।
আড্ডার ফাঁকে সবার সঙ্গে ফ্রেমবন্দি হন রিয়া
বিপ্লব সাহা বলেন, “বিনোদন অঙ্গনের কোনো কিছুর সঙ্গে রিয়ার এখন আর সম্পর্ক নেই। পরিবার নিয়েই নিজের মতো করে থাকতে পছন্দ করেন তিনি। আমরা যারা তার কাছের মানুষ, সেই চাওয়াকে সম্মান জানাই। দেশে আসার পর কথা প্রসঙ্গে কাছের কয়েকজনকে নিয়ে আড্ডার পরিকল্পনা হয়, সেভাবেই একত্র হওয়া। কয়েক ঘণ্টা গল্প–আড্ডায় সময় কেটেছে। আগামী ৯ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন রিয়া।”
রিয়া
মডেল, নৃত্যশিল্পী, উপস্থাপিকা এবং অভিনেত্রী—প্রতিটি অঙ্গনে নিজেকে প্রমাণ করেছেন রিয়া। তবে অভিনয়ের চেয়ে মডেলিং এবং নৃত্যে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ১৯৯২ সালে কোকলা বিস্কুটের বিজ্ঞাপনে প্রথম মডেল হন রিয়া। পরবর্তীতে অভিনয়ে নাম লেখান। খুব বেছে বেছে বেশ কটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
ছোটবেলা থেকেই নাচের সঙ্গে জড়িত রিয়া। বুলবুল একাডেমিতে নৃত্যশিক্ষক হিসেবেও কাজ করেছেন। বাংলাভিশনে প্রচারিত নৃত্যভিত্তিক রিয়েলিটি শো ‘নাচো, বাংলাদেশ নাচো’-এর বিচারকের দায়িত্ব পালন করেন তিনি। তাছাড়া চ্যানেলটির ‘সৌন্দর্য কথা’ অনুষ্ঠানটিও সঞ্চালনা করেন রিয়া।
পুরোনো ছবিতে রিয়া
ব্যক্তিগত জীবনে ২০০৮ সালে বৈমানিক মিনহাজকে বিয়ে করেন রিয়া। কিন্তু এ সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৩ সালের মার্চে যুক্তরাষ্ট্রপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইভান চৌধুরীর সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারপর শোবিজ অঙ্গন থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন রিয়া।
ঢাকা/শান্ত