ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিটিভিতে শিশুশিল্পী দৃষ্টির গান

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিটিভিতে শিশুশিল্পী দৃষ্টির গান

আনিসা আনজুম দৃষ্টি

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮টা ৩৫মিনিটে প্রচারিতব্য বৃত্তের বাইরে অনুষ্ঠানে গান গাইবে শিশুশিল্পী আনিসা আনজুম দৃষ্টি।


‘বৃত্তের বাইরে’ শীর্ষক অনুষ্ঠানটিতে সাত বছরের এই শিশু শিল্পী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের নিয়ে গাওয়া একটি গান পরিবেশন করেছে। গানটির কথা- আজকে সবাই প্রাণটি ভরে, মাকে ডাকি মা বলে।

গানটি লিখেছেন ও সুর করেছেন আনিসার বাবা বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও সুরকার, ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক নয়াবার্তা পত্রিকার সম্পাদক আবু বকর। ‘বৃত্তের বাইরে’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন, বিটিভির প্রযোজক মোঃ খলিলুর রহমান। গ্রন্থনা করেছেন ফয়জুল্লাহ সাইদ। আর অনুষ্ঠানটির প্রধান সমন্বয়কারী মোঃ আজিজ চৌধুরী।

আনিসা আনজুমের মা ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার আনোয়ারা পারভীন। তিনি জানিয়েছেন, আনিসার প্রথম অ্যালবামের কাজ শুরু হয়েছে। অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধান  ও সংগীত পরিচালনা করছেন শিল্পী আলম মাহমুদ।

তিনি আরও জানান, এরই মধ্যে অ্যালবামের ৫টি গানের কাজ শেষ হয়েছে। সবকটি গান লিখেছেন ও সুর করেছেন আনিসার বাবা আবু বকর। গানগুলোর সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক খায়েম আহমেদ।

আনিসা আনজুম দৃষ্টির জন্ম ২০শে নভেম্বর ২০০৭। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের ইসমাইলপুর গ্রামে। বর্তমানে দৃষ্টি বর্তমানে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
 


রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৫/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়