ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদে হ্যান্ডপেইন্ট পোশাকের পসরা সাজিয়েছেন মিতু

রাশিদা খাতুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ৮ মার্চ ২০২৫   আপডেট: ১১:১২, ৮ মার্চ ২০২৫
ঈদে হ্যান্ডপেইন্ট পোশাকের পসরা সাজিয়েছেন মিতু

মারুফা মিতু

মারুফা মিতু, একজন আর্টিস্ট। প্রকৃতির রং, রূপ, সৌন্দর্য ফুটিয়ে তোলেন পোশাকের জমিনে। মিতুর অনলাইন উদ্যোগ ‘রানী কুটির’-এর হ্যান্ডপেইন্ট বা হাতে আঁকা নকশার পোশাক সারা দেশের ক্রেতাদের কাছে পৌঁছে গেছে। বিশেষ পরিচিতি পেয়েছে হাতে আঁকা নকশার জন্য। রুচিশীল ক্রেতাদের নির্ভরতার প্রতীক হয়ে উঠছে রানী কুটির। দেশের নন্দিত সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা রানী কুটিরের নিয়মিত গ্রাহক বলে জানান মারুফা মিতু। এ ছাড়া দেশ ছাড়িয়ে বিদেশের প্রবাসী বাঙালিরা অনলাইনে অর্ডার করে সংগ্রহ করে থাকেন রানী কুটিরের পোশাক। 

আরো পড়ুন:

রানী কুটিরের শাড়িতে তারা দুইজন

মারুফা মিতুর রাইজিংবিডিকে জানিয়েছেন তার ঈদের কালেকশন সম্পর্কে। তিনি বলেন, ‘এবার ঈদ কালেকশনে হাতে আঁকা শাড়ী,পাঞ্জাবি, বেবী ড্রেস ও কুর্তি পিস থাকছে। ক্লায়েন্টদের পছন্দকেই প্রাধান্য দিয়ে আমি কাজ করছি। ক্লায়েন্ট দের ফরমায়েশিতে পিওর মসলিন, রাজশাহী সফট সিল্ক ও সেমি মসলিন শাড়ীতে পেইন্টিং করা হয়েছে। পাঞ্জাবির কাপড় হিসেবে খাদি ও বেক্সিভয়েল কাপড়টাকে বেছে নিয়েছি। কারণ এই কাপড়গুলো পরতে আরামদায়ক। হাতে আঁকা বেবীড্রেসগুলো খাদি কাপড় ও বেক্সিভয়েল কাপড়ে করা হয়। কুর্তিপিস গুলো খাদি, বেক্সিভয়েল ও মসলিনে করা হয়েছে।’

রানী কুটিরের শাড়িতে উৎসবের রং

উৎসব আর আবহাওয়াকে প্রাধান্য দিয়ে মারুফা মিতু বেছে নিয়েছেন কাপড়ের ধরণ আর রং। তবে এই ঈদের পোশাকগুলোতে তিনি মোটিফগুলো নতুনভাবে এঁকেছেন। কাজে নতুনত্ব আনার চেষ্টা করেছেন। ‘রানী কুটির’ অনলাইন পেইজের মাধ্যমে ক্লায়েন্টরা দেশ ও দেশের বাইরে থেকে অর্ডার করে পছন্দসই পোশাক সংগ্রহ করতে পারেন। অর্ডার কনফার্ম হওয়ার পর, ক্লায়েন্ট দের ঠিকানা অনুযায়ী হাতে আঁকা পোশাকগুলো পার্সেল করে পাঠিয়ে দেন মারুফা মিতু। 

মিতু বলেন, ‘‘পেইন্টিং পোশাক গুলো বিভিন্ন প্রাইসের হয়ে থাকে। দামটা নির্ধারণ করা হয় ফেব্রিকস ও পেইন্টিং এর ওপর। যেমন- যে পেইন্টিং এ সময় বেশি লাগে, সেই পেইন্টিং এর প্রাইস একটু বেশি হয়। মোট কথা হলো কাজের ওপর প্রাইস ডিপেন্ড করে।’’

সম্ভাব্য দরদাম: হ্যান্ডপেইন্টিং শাড়ির দাম ৪,০০০ থেকে ১২,০০০ পর্যন্ত হয়ে থাকে। পাঞ্জাবির দাম পরে ১৬৫০ থেকে ১৯০০ টাকা। আর বেবী ড্রেসগুলোর দাম নির্ধারণ হয় ফেব্রিক ও নকশা অনুযায়ী।

রাইজিংবিডি জানতে চেয়েছিল ঈদের দিন কেমন পোশাক পরবেন এই ডিজাইনার। তিনি বললেন, ‘‘ঈদের দিন আমি আমার নিজের ডিজাইন করা হ্যান্ডপেইন্ট শাড়ি পরবো।’’ 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়