ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বইমেলায় ‘জনৈক কবির স্মরণসভা’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১৩ মার্চ ২০২২   আপডেট: ১৪:৩৪, ১৩ মার্চ ২০২২
বইমেলায় ‘জনৈক কবির স্মরণসভা’

অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) প্রকাশিত হয়েছে মাসউদ আহমাদের গল্পগ্রন্থ ‘জনৈক কবির স্মরণসভা’।

এতে ১০টি গল্প সংকলিত হয়েছে। গ্রন্থের প্রায় সব গল্পই বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় এবং নামগল্পটি কলকাতার দেশ পত্রিকার শারদীয় সংখ্যা ১৪২৮-এ প্রকাশিত হয়েছিল। 

ছোটগল্প জীবনের বিচিত্র জগতের এক একটি দরজা খুলে দেয়। গল্পের জন্ম হচ্ছে প্রতিনিয়ত। এসব গল্প কখনো সাধারণ, পরিচিত, কখনো অশ্রুত ও অবাক করা। একইসঙ্গে পাল্টে যাচ্ছে গল্প বলার ভঙ্গি ও ভাষা। গত দু বছরে প্রকাশিত গল্পের নির্বাচিত সংকলন এই গ্রন্থ। বইটি বইমেলায় মাওলা ব্রাদার্সের প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।

সম্প্রতি ‘দেশ’ পত্রিকায় শুরু হয়েছে মাসউদ আহমাদের দীর্ঘ ধারাবাহিক উপন্যাস ‘কাঞ্চনফুলের কবি’ এবং দুই বাংলার পাঠকদের মধ্যে সাড়া পড়েছে।

জনৈক কবির স্মরণসভা
প্রচ্ছদ : ধ্রুব এষ
প্রকাশক : মাওলা ব্রাদার্স
মূল্য : ২৫০ টাকা

/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়