ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বইমেলায় ‘কাঠগোলাপ’ 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৩  
বইমেলায় ‘কাঠগোলাপ’ 

কাঠ গোলাপ একটি ফুলের নাম। শুধু যেন একটা ফুল নয় একগুচ্ছ অনুভূতির উপমা, ভালোবাসা ও শুদ্ধ প্রেমের প্রতীক!

বইয়ের প্রতিটা লেখায় মানুষের জীবনের বিভিন্ন ধাপে ঘটা বাস্তবিক বিষয়গুলোকে শব্দে রূপ দেয়ার ক্ষুদ্র চেষ্টা। পৃষ্ঠার ভাঁজে থাকা শব্দগুলোতে জায়গা করে নিয়েছে একাকিত্বের দহন, বিচ্ছেদের তিক্ততা, রূপ বদলানো মানুষের বিষাক্ততাসহ সমসাময়িক অন্যান্য প্রেক্ষাপট। পড়তে গেলেই মনে হবে লেখার প্রতিটা শব্দ যেন আপনাকে ঘিরেই সৃষ্টি!

আরো পড়ুন:

কাঠ গোলাপ নিয়ে গল্প হোক, কাঠ গোলাপ নিয়ে শহরের রাস্তায় উৎসব নামুক। ভেঙে পড়া মন জেগে উঠুক, কাঠ গোলাপের স্নিগ্ধতার স্বর! ইমরান হোসাইন আদিবের এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে বকথন প্রকাশনী থেকে। মূল্য ২২৫৳ 
প্রচ্ছদ এঁকেছেন মো. সিয়াম উদ্দীন খান। 

তারা//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়