ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বইমেলায় ঝুমকি বসুর তৃতীয় গল্পগ্রন্থ ‘ছাতিম ফুলের গন্ধ’

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫  
বইমেলায় ঝুমকি বসুর তৃতীয় গল্পগ্রন্থ ‘ছাতিম ফুলের গন্ধ’

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ঝুমকি বসুর তৃতীয় গল্পগ্রন্থ ‘ছাতিম ফুলের গন্ধ’। বইটি প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির মূল্য ২২০ টাকা। 

এক জীবনে অনেক জীবন, হরেক রকম। নানান রকম গল্প দিয়ে জীবন ভরা। চতুর্পাশে মানুষগুলো যেমন চলে, যেমন করে গাড়ির চাকায় পিচ ঢালা পথ, মেঠো রঙিন, ধুলোয় মলিন। সেই জীবনের গল্প নিয়ে এমন লেখা। এমন কিছু মানুষ আছে, অপাঙ্‌ক্তেয়। গভীর জলে গাঢ় তলে শেওলা জমে। এমন কিছু শেওলাজমা গল্প বলি। নিছক কিছু তুচ্ছ কণা হাতেই ধরি। একটু করে নাটাই থেকে সুতো ছেড়ে; দিলাম লিখে ঘুড়ির পিঠে সেই ঠিকানা। পৌঁছে গেলে বলবে তারে, এটাই জীবন। 

আরো পড়ুন:

ঝুমকি বসুর জন্ম বাগেরহাটের কার্তিকদিয়া গ্রামে। উচ্চমাধ্যমিকের পর পড়াশোনার জন্য চলে যান পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ে, পাঠ শেষে আবার ভর্তি হন ঢাকার ইডেন কলেজে। উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর; আইনেও নিয়েছেন স্নাতক ডিগ্রি। ঢাকা আইনজীবী সমিতির তিনি একজন তালিকাভুক্ত আইনজীবী। ব্যক্তিগত জীবনে তিনি উদ্যোক্তা।
 

তারা//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়