পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আশরাফুল আলম লিটন || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জ প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল।
রোববার রাত সাড়ে ৮ টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের এজিএম জিল্লুর রহমান জানান, নদীতে উত্তাল স্রোতের কারণে দুর্ঘটনার আশঙ্কায় এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়া অনুকূলে আসার পর ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলে তিনি জানান।
রাইজিংবিডি/ মানিকগঞ্জ/ ২১ আগস্ট ২০১৬/আশরাফুল আলম লিটন/রুহুল
রাইজিংবিডি.কম