ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদ্রাসায় জিন আতঙ্ক, ২০ ছাত্রী আক্রান্ত

কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ২৪ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদ্রাসায় জিন আতঙ্ক, ২০ ছাত্রী আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ আলিম মাদ্রাসায় গত তিন দিন ধরে জিন আতঙ্ক বিরাজ করছে। তিন দিনে আক্রান্ত হয়েছেন ২০ ছাত্রী।

 

পরিস্থিতি স্বাভাবিক করতে সোমবার দুপুরে তাৎক্ষণিকভাবে মাদ্রাসা ছুটি দিয়ে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের জরুরি সভা আহ্বান করা হয়।

 

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুর উদ্দীন জানান, মাদ্রাসার ৮ম শ্রেণির কক্ষে গত শনিবার প্রথমে চারজন ছাত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। এরপর রোববারও আরো পাঁচ ছাত্রী অজ্ঞান হওয়ার ঘটনা ঘটে। সোমবার দুপুরেও আরো ১১ ছাত্রী শ্রেণিকক্ষে অজ্ঞান হয়ে পড়ে।

 

পরে সংজ্ঞা ফেরার পর তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে এবং অস্বাভাবিক আচরণ করতে শুরু করে।

 

এমন পরিস্থিতিতে জিন আতঙ্ক বিরাজ করছে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সভার আহ্বান করা হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/সিলেট/২৪ আগস্ট ২০১৫/কামাল/রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়