ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সব নাগরিক পাবেন জাতীয় পরিচয়পত্র : জাবেদ আলী

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১৭ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সব নাগরিক পাবেন জাতীয় পরিচয়পত্র : জাবেদ আলী

নিজস্ব প্রতিবিদক, নারায়ণগঞ্জ : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের ৫১৪টি থানা এবং উপজেলায় সার্ভার স্টেশন (সেবাকেন্দ্র) স্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ২৪ ঘণ্টা নির্বাচন অফিস খোলা থাকবে এবং এই কার্যক্রম চলবে।

 

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৫ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী এসব কথা জানান।

 

নির্বাচন কমিশনার জানান, কারো জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে নতুন করে তোলা, স্থানান্তর বা সংশোধনের ক্ষেত্রে সরকারি ফি দিতে হবে। এ ছাড়া বেদে ও থার্ড জেন্ডারদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে তাদের কাছে স্থানীয় জনপ্রতিনিধির সত্যায়িত নাগরিক সনদপত্র থাকতে হবে।

 

তিনি বলেন, আঠার বছর পূর্ণ হয়েছে এবং আগামী জানুয়ারি মাসে ১৮ বছর পূর্ণ হবে বাংলাদেশের এমন সব নাগরিক জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড পাবে।                    

 

নির্বাচন কমিশনার আরো বলেন, একটি নির্ভুল নিখুঁত এবং সবার কাছে গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, পৌরসভা ও সিটি করপোরেশনের কাউন্সিলরদের দায়িত্ব হবে নিজ নিজ এলাকার মৃত ব্যক্তিদের তালিকা দিয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।

 

স্মার্ট কার্ড পাওয়ার আগে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় আছে। স্মার্টকার্ড তৈরি করার জন্য বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। প্রতিটি কার্ডে ৮০ টাকা খরচ হলেও নাগরিকদের কাছ থেকে কোনো টাকা বা ফি নেওয়া হবে না।

 

জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, নির্বাচন বিভাগের কর্মকর্তা মিহির সারোয়ার, তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিরিন বেগম, মহিলা নেত্রী আঞ্জুমান আরা আকসির।

 

 

রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৭ অক্টোবর ২০১৫/হাসান উল রাকিব/রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়