ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরে ছাত্রলীগ নেতার রগ কাটলো দুর্বৃত্তরা

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১১ সেপ্টেম্বর ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
রংপুরে ছাত্রলীগ নেতার রগ কাটলো দুর্বৃত্তরা

জেলা প্রতিবেদক
রংপুর, ১১ সেপ্টেম্বর: রংপুর কারমাইকেল কলেজ শাখার ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনের দু’পা ও ডান হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মোশারফ কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

বুধবার দুপুরে কলেজ লাইব্রেরীর পিছনে এ ঘটনা ঘটে। আহত মোশাররফকে আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শংকা মুক্ত বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশ জানায়, মোশারফ হোসেন কলেজ ক্যাম্পাস থেকে কলেজ পাড়ার মেসে যাচ্ছিল। পথিমধ্যে কলেজের পশ্চিম পার্শ্বের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার পথ আগলে দরে। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে দু’পা এবং ডান হাতের রগ কেটে দেয়। এ ঘটনায় কারমাইকেল কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

ছাত্রলীগের একটি সুত্র জানায়, শনিবার কারমাইকেল কলেজ ক্যাম্পাস থেকে শিবিরের সহ-সভাপতি মনোয়ার হোসেনকে ধরে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনার জের ধরে এ হামলা হতে পারে।

মোশাররফ হোসেন কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। তার বাড়ি নীলফামারী জেলার সদর উপজেলার কচুয়া গ্রামে। তাৎক্ষনিকভাবে পুলিশ তার বাবার নাম জানাতে পারেনি।

রংপুর কোতয়ালী থানার ওসি সৈয়দ শাহাবুদ্দিন খলিফা জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি।

 

রাইজিংবিডি / রফিক/ এমএস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়