ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম শহর থেকে ৩৩০ দুস্কৃতকারীকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৪০, ১৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম শহর থেকে ৩৩০ দুস্কৃতকারীকে বহিষ্কার

চট্টগ্রাম মহানগর এলাকায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩৩০ জন দুস্কৃতকারীর নাম প্রকাশ করে তাদেরকে শহর থেকে বহিষ্কার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের জান-মালের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তালিকাভুক্ত দুস্কৃতকারীদের মহানগর এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তালিকাভুক্ত ৩৩০ দুস্কৃতকারীকে চট্টগ্রাম মহানগরী এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের শহরে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে সংযুক্তি হিসেবে ১২ পাতার তালিকায় দুস্কৃতকারীদের নাম-ঠিকানা উল্লেখ করা হয়েছে।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়