ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিপন জাদুতে রাজশাহীর আরও এক জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৮, ১৬ জানুয়ারি ২০২৬  
রিপন জাদুতে রাজশাহীর আরও এক জয়

এবারের বিপিএলে পেসার রিপন মন্ডলের জাদু চলছেই। আজ শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) রাতে মিরপুরে সিলেট টাইটান্সের বিপক্ষের ম্যাচেও দারুণ বোলিং করলেন। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নেওয়ার পাশাপাশি দুটি ক্যাচও নিয়েছেন। তার ম্যাচসেরা পারফরম্যান্সে রাজশাহী জয় পেয়েছে ৫ রান। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৭ রান করেও রিপনের বোলিংয়ে জিতেছে তারা।

এই জয়ে ৯ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে রাজশাহী। অন্যদিকে ১০ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে প্লে’অফ নিশ্চিত করে লিগ পর্ব শেষ করেছে সিলেট।

আরো পড়ুন:

রান তাড়া করতে নেমে পারভেজ হোসেন ইমন, মুমিনুল হক ও মঈন আলীর ব্যাটে আশা জাগিয়েছিল সিলেট। কিন্তু রিপন ও বিনুরা ফার্নান্দোর বোলিংয়ে তাদের জয় পাওয়া হয়নি। ইমন ২টি চার ও ৪ ছক্কায় করেন সর্বোচ্চ ৪১ রান। মুমিনুল ২ চারে করেন ৩১ রান। আর মঈন ১ চার ও ৩ ছক্কায় করেন ২৭ রান। এর বাইরে আফিফ হোসেন ১৬ ও শহীদুল ইসলাম করেন ১১ রান।

বিনুরা ৪ ওভারে ২০ রানে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন রিপন। বিপিএলে ৭ ম্যাচে তার মোট উইকেট এখন ১৭। গড় ১৩.৮৮। এক ম্যাচ বেশি খেলে ১৮ উইকেট নিয়ে শীর্ষে আছেন শরিফুল ইসলাম। গড় ১০.১১।

তার আগে রাজশাহীর ইনিংসে রান আরও কম হতে পারত, যদি না নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ব্যাট হাতে অবদান রাখতেন। তৃতীয় উইকেট জুটিতে তারা দুজন ৫৬ রান যোগ করেন দলীয় সংগ্রহে। এরপর শান্ত ২১ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৩৪ রান করে আউট হন। মুশফিক ৩০ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৪০ রান করে আউট হন। শেষ দিকে জিমি নিশামের ১২, আব্দুল গাফ্ফারের অপরাজিত ১৬ রানে ভর করে ১৪৭ পর্যন্ত যায় রাজশাহী।

বল হাতে সিলেটের নাসুম আহমেদ ৪ ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট নেন। শহিদুল ইসলাম ৪ ওভারে ৩৭ রানে নেন ২টি। ১টি করে উইকেট নেন মঈন আলী, রুয়েল মিয়া ও মেহেদী হাসান মিরাজ।

শেষ ম্যাচে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়