ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুশফিক-শান্তর ব্যাটে রাজশাহীর লড়াকু পুঁজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ১৬ জানুয়ারি ২০২৬  
মুশফিক-শান্তর ব্যাটে রাজশাহীর লড়াকু পুঁজি

বিপিএলে নিজেদের নবম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হয়েছে রাজশাহী রয়্যালস। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে রাজশাহী। জিততে সিলেটকে করতে হবে ১৪৮ রান।

রাজশাহীর রান অবশ্য আরও কম হতে পারত, যদি না নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ব্যাট হাতে অবদান রাখতেন। তৃতীয় উইকেট জুটিতে তারা দুজন ৫৬ রান তোলেন। এই রানে শান্ত ২১ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৩৪ রান করে আউট হন। মুশফিক ৩০ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৪০ রান করে আউট হন। এরপর জিমি নিশামের ১২, আব্দুল গাফ্ফারের অপরাজিত ১৬ রানে ভর করে ১৪৭ পর্যন্ত যায় রাজশাহী।

আরো পড়ুন:

বল হাতে সিলেটের নাসুম আহমেদ ৪ ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট নেন। শহিদুল ইসলাম ৪ ওভারে ৩৭ রানে নেন ২টি। ১টি করে উইকেট নেন মঈন আলী, রুয়েল মিয়া ও মেহেদী হাসান মিরাজ।

৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে রাজশাহী রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। অন্যদিকে ৯ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে সিলেট রয়েছে তৃতীয় স্থানে। আজ তারা লিগ পর্বের শেষ ম্যাচ খেলছে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়