নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ: জামায়াত নেতা
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি প্রার্থী ড. রেজাউল করিম বলেছেন, ‘‘তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সারা দেশের এসব ঘটনা এবং লক্ষ্মীপুরের ঘটনাগুলো খুবই স্পষ্ট, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ হয়েছে।’’
শুক্রবার (১৬ জানুয়ারি) লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে, বৃহস্পতিবার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বটগাছতল এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রেজাউল করিম বলেন, ‘‘প্রশাসনকে কখনো কখনো একপাক্ষিক নীতি অবলম্বন করতে দেখছি। ‘একপক্ষ মামলা দিতে গেলে, আরেক পক্ষ মামলা দিবে, নিজেরা সমঝোতা করুন’-এ ধরনের কথা বলে। এ ধরনের কথা বলা উচিত নয়। প্রশাসনের পক্ষ থেকে অরাজনৈতিক ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করি।’’
ঢাকা/লিটন/রাজীব