ঢাকা     শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষারকে আটক

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ১৬ জানুয়ারি ২০২৬  
বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষারকে আটক

মঈন তুষার

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক ভিপি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালের সামনে থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। মঈন তুষার বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের অনুসারী ছিলেন।

ঢাকা উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিক আহমেদ মঈন তুষারকে আটকের খবরটি নিশ্চিত করে বলেন, “বৃহস্পতিবার রাতে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালের সামনে স্থানীয় জনতা মঈন তুষারকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তুষারের বিরুদ্ধে মাদক মামলাসহ ডিজিটাল নিরাপত্তা আইনে বিভিন্ন মামলা ছিলো। তুষার সাবেক মেয়র শওকত হোসেন হিরনের আস্থাভাজন ছিলেন। হিরনের মৃত্যুর পর তিনি বরিশালের রাজনীতিতে অনেকটা কোনঠাসা ছিলেন।”

ঢাকা/পলাশ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়