ঢাকা     শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াত নেতা হত্যাকাণ্ড: এখনো মামলা হয়নি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ১৬ জানুয়ারি ২০২৬  
জামায়াত নেতা হত্যাকাণ্ড: এখনো মামলা হয়নি

আনোয়ার উল্লাহ।

রাজধানীর পশ্চিম রাজাবাজারে জামায়াত নেতা মোহাম্মদ আনোয়ার উল্লাহর (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা করেনি ভুক্তভোগি পরিবার। তবে তারা গ্রাম থেকে এসে মামলা করবে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, পুলিশ প্রাথমিক তদন্তে ‘ডাকাতির সময় হত্যা’ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে  অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের ৪ দিনের অনুষ্ঠান শেষ করে তারা শনিবার এসে মামলা করতে পারেন।

আরো পড়ুন:

নিহতের পরিবার দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কেননা খুনিরা আনোয়ার উল্লাহর মৃত্যু নিশ্চিত করেই বাসা থেকে বের হয়েছে।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আনোয়ার উল্লাহ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের শেরেবাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। তিনি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

এদিকে, এ ঘটনায় জামায়াতে ইসলামী প্রতিক্রিয়া জানিয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়