উত্তরায় ভবনে আগুন: ‘শরীর পোড়েনি, শ্বাসনালী পুড়েই ছয়জনের মৃত্যু’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকার উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের পাশের ভবনে আগুনে যে ছয়জনের মৃত্যু হয়েছে, শরীর না পুড়লেও ধোয়ায় তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা মারা গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চিকিৎসকদের ভাষ্য- আগুনের শিখা সরাসরি শরীরে না লাগলেও অত্যন্ত উত্তপ্ত বাতাস এবং ধোঁয়া শ্বাসনালীতে ঢুকে তা পুড়ে যায়। এর ফলে ফুসফুস দ্রুত অকেজো হয়ে পড়ে। বদ্ধ জায়গায় আগুন লাগলে ব্যাপক পরিমাণ বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়; যা রক্তে অক্সিজেনের প্রবাহ বন্ধ করে দেয়, যার ফলে মানুষ দ্রুত অচেতন হয়ে পড়ে এবং দমবন্ধ হয়ে মারা যায়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, অসুস্থ হয়ে পড়া বাকিদের দ্রুত চিকিৎসা হচ্ছে; তবে সবাই যে শঙ্কামুক্ত তা এখনই বলা যাচ্ছে না।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্য (ওসি) রফিক আহমেদ বলেন, ভবনটির দোতলায় থাকা একটি রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের সাত তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। সকাল ৭টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত ছয়জন হলেন: মোসা. রোদেলা (১৪), হাফিজ উদ্দিন( ৫২), মো. রাহাব (১৭) এবং রাব্বি রিজভি, তার স্ত্রী মোসা. আফসানা ও তাদের আড়াই বছর বয়সি ছেলে মো. রিশান।
‘ভবনের আগুন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে’
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনারুল্লা বলেন, “ভবনের দোতলায় আগুনের সূত্রপাত হলেও মরদহগুলো আমরা ছয়তলা থেকে উদ্ধার করি। এখানে আগুনের ধোঁয়া বেশি ছিল। এ কারণেই তারা মারা যেতে পারে। আগুনের ধোয়া দেখে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”
তিনি বলেন, “আমরা আগুনের সূত্রপাতের অন্যান্য বিষয়ও খতিয়ে দেখেছি। অন্য কোনো কারণ আপাতত আমরা নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় রোববার সকালে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পরে জানা যাবে আগুনের প্রকৃত কারণ।”
ঢাকা/এমআর/রাসেল