স্তন স্পর্শ করে ভাগ্য বলেন তিনি! (ভিডিও)
ফিরোজ || রাইজিংবিডি.কম
অন্য দুনিয়া ডেস্ক : ভাগ্য জানার আগ্রহ মানুষের তীব্র। তাই প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত নানা ধরনের পদ্ধতি উদ্ভাবিত হয়েছে ভবিষ্যতের পূর্বাভাস জানতে। যেমন- মুখ দেখে ভবিষ্যত বলা, হাত দেখে ভবিষ্যত বলা।
তবে এর মধ্যে নানা ধরনের অদ্ভূত উপায়ও মানুষ উদ্ভাবন করেছেন ভবিষ্যতের পূর্বাভাস জানার জন্য। যেমন- নিতম্বের মাধ্যমে ভবিষ্যত বলা। নিতম্ব ধরে, নিতম্বের দিকে তাকিয়ে কিংবা নিতম্বের ছবি দেখে ভবিষ্যতের পূর্বাভাস জানানোর এই পদ্ধতির নাম হলো রাম্পোলজি।
কিন্তু চীনের এক জ্যোতিষীকে সম্প্রতি যে পদ্ধতিতে ভবিষ্যতের পূর্বাভাস জানাতে দেখা গেছে, ভাগ্য জানার এমন অদ্ভূত পদ্ধতির কথা বোধহয় বিশ্ব এর আগে কখনো শোনেনি। ভবিষ্যতের পূর্বাভাস জানাতে এই জ্যোতিষীর পদ্ধতি হলো, স্তন স্পর্শ করে ভাগ্য বলা! স্তন স্পর্শ ছাড়া ভবিষ্যতের পূর্বাভাস জানাতে পারেন না তিনি।
সম্প্রতি চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট মিয়োপাই ডটকমে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ হওয়ার পর তা ভাইরাল হয়ে ওঠে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে পরিণত হয়েছে। ৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ভাগ্যের পূর্বাভাস বিশ্বাসকারী একদল মানুষের মধ্যে ওই জ্যোতিষী একহাতে স্ক্র্যাচ এবং অন্য হাতে অদ্ভূত এই উপায়ে এক তরুণীর ভাগ্য গণনায় ব্যস্ত।
চীনের ভিডিও শেয়ারিং সাইট মিয়োপাইতে এই ভিডিওটি ইতিমধ্যে প্রায় ৩ মিলিয়ন সংখ্যকবার ভিউ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনাকে জঘন্য ও অবমাননাকর বলে উল্লেখ করেছেন।
তথ্যসূত্র: মিরর
রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৬/ফিরোজ/শান্ত
রাইজিংবিডি.কম