গাজীপুরে ফের সংঘর্ষ
অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা
হাসমত || রাইজিংবিডি.কম
গাজীপুর ম্যাপ
জেলা প্রতিবেদক
গাজীপুর, ৬ নভেম্বর: বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কোনাবাড়ি, জরুন ও কাশিমপুর এলাকার অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি, ভাংচুর শুরু করলে কর্তৃপক্ষ বুধবারের জন্য ছুটি ঘোষণা করেছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাংচুর ও অবরোধ করে। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে, টিয়ার শেল ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কমপক্ষে পুলিশসহ কমপক্ষে ২৫জন আহত হয়।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের ডিবিএল গ্রুপ, মন্ডল গ্রুপ ও ডেল্টাগ্রুপসহ বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ বুধবারের জন্য ওইসব কারখানা ছুটি ঘোষণা করে।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রবিউল আলম জানান, কোনাবাড়ির জরুন এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপ ও ইসলাম গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা একই দাবিতে বুধবার সকাল ৯টার দিকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। শ্রমিকরা আশেপাশের কারখানার গেটে গিয়ে বিক্ষোভ করে ও ইটপাটকেল ছুঁড়তে থাকে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনাবাড়ি শিল্পাঞ্চলের তুসুকা গার্মেন্টস, এনটিকেসি, ডেল ফ্যাশন, যমুনা গ্রুপ, কেয়া গ্রুপসহ অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ বুধবারের জন্য ছুটি ঘোষণা করে। পরে কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে অবরোধ ও গাড়ি ভাংচুর শুরু করে। এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বেধে যায়।
সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়কে এ সংঘর্ষ চলাকালে পুলিশসহ কমপক্ষে ২৫জন আহত হন। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, একই দাবিতে ওই এলাকার অধিকাংশ কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করলে কারখানা কর্তৃপক্ষ মঙ্গলবারও ছুটি ঘোষণা করেছিল।
রাইজিংবিডি/ হাসমত / শামটি
রাইজিংবিডি.কম