ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ধর্ষণের শিকার শিশু

তানজিমুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে ধর্ষণের শিকার শিশু

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী, ২৩ ফেব্রুয়ারি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ওই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।  

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ওই শিশু বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী শাহ আহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন (২০) তাকে ভুলিয়ে মাঠের মধ্যে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ওই শিশুকে সাদ্দাম হোসেন পাশবিক নির্যাতন করে।

সেখান থেকে শিশুটি কোনোভাবে বাড়িতে এসে ঘটনাটি তার মাকে জানায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা খান জানান, এ ঘটনায় শিশুটির পিতা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া ঘটনার সঙ্গে যুক্ত সাদ্দাম হোসেনকে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

 

রাইজিংবিডি / তানজিমুল / রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়