ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে গ্রামের আকৃতি মানুষের মতো

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ৪ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:৫২, ৪ জানুয়ারি ২০২২
যে গ্রামের আকৃতি মানুষের মতো

ইতালির সিসিলি দ্বীপের একটি ছোট গ্রাম সেন্তুরিপে। পাহাড় ঘেরা এই গ্রামটি সমুদ্র পৃষ্ঠ থেকে ২ হাজার ৪০০ ফুট উপরে। একে বলা হয় ‘সিসিলির ব্যালকনি’।

সম্প্রতি একটি অদ্ভুত কারণে আলোচনায় এসেছে এই গ্রাম। কারণ এটি অনেকটাই মানুষের আকৃতির। গুগল ম্যাপে গ্রামটির এই আকৃতির বিষয়টি প্রথম লক্ষ্য করেন পিও আন্দ্রেয়া পেরি। ৩২ বছর বয়সী পিও একজন ড্রোন স্ন্যাপার। বিষয়টি চোখে পড়ার পরই ৪০ মাইল ওপরে তার ড্রোন উড়িয়ে দেন তিনি। এরপর যতটুকু সম্ভব ছবি তোলেন।     

আরো পড়ুন:

পিও আন্দ্রেয়া পেরি বলেন, ‘ছবি তোলাটা খুবই কঠিন ছিল। ড্রোনের হাইটের সীমাবদ্ধতার কারণে একাধিকবার ছবিগুলো নিতে হয়েছে।’

ছবি তোলার পর ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তা পোস্ট করেন পিও আন্দ্রেয়া। মানুষের পাশাপাশি অনেকেই এই গ্রামের আকৃতি আকাশের তারা, পাখি, এমনকি লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্মের সঙ্গে তুলনা করেছেন।

এটি নজরে আসার পর অবাক হয়েছেন নেটিজেনরা। আবার কেউ কেউ ধারণা করেছেন কারসাজি করে এই আকৃতি দিয়েছেন পিও। যদিও পরবর্তী সময়ে নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন। 

সেন্তুরিপে শহরের মোট বাসিন্দা প্রায় পাঁচ হাজার। গ্রামটি এটনা ভলকানোর খুব কাছে। পিও-এর ছবিগুলো আলোচিত হওয়ার পর তাকে ছবি প্রদর্শনীর আমন্ত্রণ জানিয়েছেন স্থানীয় মেয়র। পিও আন্দ্রেয়া বলেন, ‘ছবিগুলোর জন্য আমি গর্বিত। ফলাফল যা এসেছে তা নিয়ে আমি সন্তুষ্ট। নিজে নিজেই সব শিখেছি। আমি যা করেছি তা আমার কাছে অনেক বড় বিষয়।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়