ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় ছাত্রাবাসে কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ১৮ জুন ২০২৫  
কুষ্টিয়ায় ছাত্রাবাসে কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য

কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে পলিটেকনিকের ছাত্র লুবাব হোসেনের (২০) মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। শহরের কালিশংকরপুর এলাকার বাঁধন ছাত্রাবাসে তার আকস্মিক মৃত্যু হয়। 

লুবাব হোসেনের রুমমেট জানান, ঘুমের মধ্যে অস্বাভাবিক চিৎকারের পর লুবাবকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

লুবাব কুষ্টিয়ার দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। তিনি উপজেলার খন্দকবাড়ীয়া গ্রামের শফিউল ইসলামের ছেলে।

পুলিশ ও ছাত্রাবাসের অন্য ছাত্ররা জানান, লুবাব ও অনিক ওই ছাত্রাবাসের একই রুমে থাকতেন। প্রতিদিনের মতো রাত ১১টার দিকে দুইজন ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে লুবাবের অস্বাভাবিক চিৎকারে অনিকের ঘুম ভেঙে যায়। এ সময় লুবাবকে অস্বাভাবিক অঙ্গভঙ্গি করতে দেখে তিনি ছাত্রবাসে থাকা অন্য ছাত্রদের ডাক দেন। সবাই মিলে লুবাবের মাথায় পানি দেন। এরপরও লুবাবের স্বাভাবিক হওয়ার লক্ষণ না দেখলে কয়েকজন মিলে দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্য তৈরি হলে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে। কোনো কিছুর ওভার ডোজ হলে বিষক্রিয়া হয়। সেটা মাদকও হতে পারে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, মৃতদেহে আঘাতের চিহৃ নেই। তদন্তে অন্য আলামত পাওয়া যায়নি। ওই ছাত্র মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

ঢাকা/কাঞ্চন/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়