ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

 ছবিতে নাবিক কোথায়

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০২৪  
 ছবিতে নাবিক কোথায়

এক মুহূর্তের জন্য দেখলে মনে হবে এক শৌখিন মানুষের সাদা কালো ছবি। মানুষটির মাথায় টুপি। পরিপাটি করে আঁচড়ানো চুল। সযত্নলালিত দাড়ি গোঁফও দেখা যাচ্ছে। জামার কলার দেখতেও বেশ লাগছে।

ছবির পেছনে ধূসর পটে সাদা পাখির উড়ে যাওয়ার দৃশ্য। কিন্তু এই ছবিতে এসব দেখে লাভ নেই। আপনাকে খুঁজে বের করতে হবে এক নাবিককে।

ছবিতে যিনি তার পাল তোলা নৌকা ভাসিয়েছেন স্রোতে।  হাওয়ার তোড়ে তরতরিয়ে উড়ছে জাহাজের পাল, পতাকাও। সামনে দাঁড়িয়ে নাবিক দেখছেন, আর কত দূরে তার গন্তব্য।

কী বলছেন? এ সব কিছুই দেখতে পাচ্ছেন না? তবে ছবিটি উল্টে দেখুন।

এই ছবিতেও নাবিককে খুঁজে না পেলে নিচে ছবিটি দেখুন। আশা করি এ বার নাবিককে খুঁজে পেয়েছেন আপনি।

/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়