ঢাকা     বুধবার   ২৩ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৭ ১৪৩১

আটলান্টিকের গভীরে মনুষ্যবাহী গভীর ডাইভিং করলো চীন

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ২৯ মে ২০২৪  
আটলান্টিকের গভীরে মনুষ্যবাহী গভীর ডাইভিং করলো চীন

ছবি: সংগৃহীত

আটলান্টিকে মনুষ্যবাহী গভীর-ডাইভিং গবেষণা সম্পন্ন করেছে চীন। গবেষণা শেষে চীনের ডিপ সি নাম্বার ১ গবেষণা জাহাজটি পূর্ব চীনের শানতোং প্রদেশের ছিংতাও শহরের জাতীয় গভীর-সমুদ্র ঘাঁটিতে ফিরে আসে।

বুধবার (২৯ মে) এ খবর জানিয়েছে সিজিটিএন।

গভীর-সমুদ্রে মনুষ্যচালিত চিয়াওলং নামের একটি ডুবোজাহাজের মাধ্যমে ডিপ সি-১ ভারত মহাসাগরের পাশাপাশি দক্ষিণ ও উত্তর আটলান্টিকে ৪৬টি মনুষ্যবাহী গভীর-ডাইভিং অপারেশন পরিচালনা করে। 

এ অভিযানের সময় সমুদ্রে মোট ৫৭ হাজার কিলোমিটার পাড়ি দেয় ডিপ সি-১।

গবেষণা জাহাজটি ছিংতাও থেকে গত বছরের ১৭ ডিসেম্বর যাত্রা করেছিল।

/হাসান/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়