ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩৭ বছর পরে সন্তান এলো ফিরে

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ১৫ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:২৭, ১৫ আগস্ট ২০২৪
৩৭ বছর পরে সন্তান এলো ফিরে

বাবা মায়ের কাছে ফিরেছে পাং

দারিদ্র্য মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়। এমনকি সন্তানকেও। দারিদ্র্যের কাছে হেরে যাওয়া এক চীনা দম্পতি ৩৭ বছর পর হারানো ছেলেকে খুঁজে পেয়েছেন। জাতীয় তথ্যভান্ডারে জমা ডিএনএর সঙ্গে নিজের ডিএনএর ফল মিলিয়ে বাবা মাকে খুঁজে বের করে তাদের কাছে ফিরেছে সন্তান। এরপর তৈরি হয় হৃদয়বিদারক দৃশ্য।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, ওই দম্পতির দুইটি ছেলে ছিল। তৃতীয় ছেলের জন্ম হলে দম্পতিকে কিছু না জানিয়েই ছেলেটির দাদি তাকে আরেকজনের হাতে তুলে দেন। এটি ১৯৮৬ সালের ঘটনা। নাতিকে যার হাতে তুলে দিয়েছিলেন তার কাছ থেকে কোনো অর্থ নিয়েছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন:

ওই সন্তান বড় হয়েছে চীনের শানডং প্রদেশের জাওঝুয়াংয়ে। তার পদবি পাং। প্রকৃত বাবা মায়ের খোঁজ পেতে তথ্যভান্ডারে ডিএনএ পরীক্ষার ফল জমা দিয়েছিলেন তিনি। প্রাথমিকভাবে ওই দম্পতির ডিএনএর সঙ্গে তার ডিএনএ মিলে যায়। পুলিশ দ্বিতীয়বার ওই পরীক্ষা করে ফলাফল নিশ্চিত হয়। ৩ আগস্ট পাং পুলিশের সহায়তা নিয়ে উইনানে যান এবং তার প্রকৃত মা-বাবার সঙ্গে দেখা করেন। ছেলেকে দেখে ওই দম্পতি জড়িয়ে ধরেন। এবং কান্নায় ভেঙে পড়েন। একই সঙ্গে তাদের অসহায়ত্বের কথা বলে দুঃখ প্রকাশ করেন। ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই পাংয়ের দাদিকে নিষ্ঠুর অভিধা দিয়েছেন।

তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়