ঢাকা     মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩১ ১৪৩২

একাই আটলান্টিক মহাসাগর পাড়ি দিলেন তরুণী, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৩ জুলাই ২০২৫   আপডেট: ১৩:৪৩, ৩ জুলাই ২০২৫
একাই আটলান্টিক মহাসাগর পাড়ি দিলেন তরুণী, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা

জারা লকরান

তরুণীর বয়স মাত্র একুশ বছর। এই বয়সেই তিনি এক অসাধ্য সাধন করেছেন, যা আগে কেউ করেনি। আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে একের পর এক ভয়ংকর অভিজ্ঞতা অর্জন করেও আশাহত হননি তিনি। ওই তরুণীর নাম জারা লকরান। একা আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাজ্যের এই তরুণী তিনটি রেকর্ড গড়েছেন। 

জারা ২৪ ফুট লম্বা একটি নৌকা নিয়ে নিজ হাতে বৈঠা চালিয়ে পর্তুগাল থেকে দক্ষিণ আমেরিকার ফরাসি গায়ানায় পৌঁছান। ৯৭ দিন ১০ ঘণ্টা ২০ মিনিটে তিনি ৪ হাজার ৩৬৬ মাইল পাড়ি দিতে সমর্থ হন।

জারার নামের পাশে এখন তিনটি রেকর্ড। তিনি এই পথে একা বৈঠা চালিয়ে পৌঁছানো প্রথম নারী, তিনি ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকায় একা পাড়ি দেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি এবং বিশ্বে কোনো মহাসাগর একা পাড়ি দেওয়া সবচেয়ে কম বয়সী নারী।

আরো পড়ুন:

জারা বড় হয়েছেন যুক্তরাজ্যে। সামরিক কলেজে পড়ালেখা করেছেন। পরে লাফবারো ইউনিভার্সিটিতে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনার পাশাপাশি নৌকা (রোয়িং) চালাতে শুরু করেন।

তিন মাসে তিনি রোয়িং শিখেছেন,এই যাত্রায় তিনি পৃষ্ঠপোষক জোগাড় করেছেন এবং ৮০০ কেজি খাদ্য, সরঞ্জামসহ নৌকাটি প্রস্তুত করেছেন। 

জারার ভয়ংকর অভিজ্ঞতা

যাত্রা শুরুর পর প্রথম ৪০ দিন ভয়াবহ অভিজ্ঞতা অর্জন করেছেন জারা। ঝড়ের কবলে পড়তে হয়েছে, প্রতিকূল বাতাসে নৌকা বাইতে হয়েছে। প্রতিদিন কমপক্ষে ১৭ ঘণ্টা বৈঠা চালিয়েছেন জারা। তিনি এই যাত্রাপথে কখনোই টানা চার ঘণ্টার বেশি ঘুমাননি। ৪০তম দিনে জারার নৌকাটি উল্টে গিয়েছিল, ওই ঘটনায় মুঠোফোন হারান জারা। এরপর বাকি ৫৭ দিন কেটেছে একদম নিঃসঙ্গতায়।

একবার ব্যারাকুডা মাছ জারার পায়ে কামড় দেয়,  যাত্রা পথে জারার নৌকা হাঙরের সামনেও পড়েছে। 
তবে শেষ পর্যন্ত তিনি তার স্বপ্ন পূরণ করতে পেরেছেন। তরুণী বলেন, ‘আমি পুরো অভিজ্ঞতাটা দারুণ উপভোগ করেছি। ভাবিনি এতটা ভালো লাগবে।’

ভবিষ্যতে নতুন রেকর্ড গড়ার ইচ্ছা আছে তার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জারার অর্জনকে ‘অফিশিয়ালি অ্যামেজিং!’ বলে মন্তব্য করেছে।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

ঢাকা/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়