ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এআই দিয়ে বানানো ভিডিও সত্য মনে করে যা করলেন প্রবীণ দম্পতি

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১৩ জুলাই ২০২৫   আপডেট: ১১:০১, ১৩ জুলাই ২০২৫
এআই দিয়ে বানানো ভিডিও সত্য মনে করে যা করলেন প্রবীণ দম্পতি

ছবি: সংগৃহীত

এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও দেখে অনেকে সত্য-মিথ্যা যাচাই করতে পারছেন না। এই প্রযুক্তি ব্যবহার নিয়ে আলোচনা, সমালোচনা, লেখালিখি, অডিও-ভিডিও সবিই তৈরি হচ্ছে। এআই দিয়ে তৈরি একটি ভিডিও দেখে প্রতারিত হয়েছেন মালয়েশিয়ার এক প্রবীণ দম্পতি। ভিডিওতে একটি মনোরোম স্থান দেখে সেখানে বেড়াতে যান ওই দম্পতি। কিন্তু যাওয়ার পরে তারা জানতে পারলেন,  সত্যিকার অর্থে ওই জায়গা কোথাও নেই।

ভিডিওতে দেখা সেই দৃশ্যের খোঁজে ওই দম্পতি কুয়ালালামপুর থেকে গিয়েছিলেন কুয়াক হুলু শহরে। ভিডিওতে তারা দেখেছিলেন ‘কুয়াক স্কাই রাইড’ নামে মনোরম একটি কেব্‌ল কারের যাত্রা। যেখানে উপস্থাপিকা ট্রামে চড়ে পাহাড়ি দৃশ্য উপভোগ করছেন। আবার তিনি দর্শনার্থীদের সঙ্গে কথাও বলছিলেন।’’

আরো পড়ুন:

ভিডিওর সেই শহর দেখার জন্য ৩০ জুন তারা কুয়াক শহরের একটি হোটেলে পৌঁছান। রিসেপশনে গিয়ে জানতে চান, কোথায় গেলে কুয়াক স্কাই রাইডে চড়া যাবে। হোটেল কর্মী ডায়া প্রথমে ভেবেছিলেন, অতিথিরা হয়তো মজা করছেন। কিছু সময়ের মধ্যেই তিনি বুঝতে পারেন, না, তারা সত্যিকার অর্থেই ওই রকম একটি স্থানের খোঁজ করছেন।

ওই দম্পতি ডায়াকে বলেন, তারা ‘টিভি রাকইয়াত’ নামের একটি চ্যানেলে ‘কুয়াক স্কাই রাইড’ 

তখন ডায়া তাদের বলেন, ‘‘ভিডিওতে দেখানো উপস্থাপিকা, ট্রামযাত্রা, দর্শনার্থী, পাহাড়ের মনোরম দৃশ্য এমনকি রেস্তোরাঁ—সবই এআই দিয়ে তৈরি। বাস্তবে এসবের কোনো অস্তিত্বই নেই। এ কথা শুনে বৃদ্ধা চটে যান। বললেন, ‘‘মানুষকে নিয়ে কেন এই প্রতারণা?’’

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়