হাসপাতালে ভর্তি মাহাথির
নিতম্বের হাড় ভেঙে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার ১০০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার বাড়িতে পড়ে যাওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে রয়টার্স।
মাহাথিরের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য আগামী কয়েক সপ্তাহ কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে থাকার কথা রয়েছে।
১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে মালয়েশিয়াকে একটি শিল্পোন্নত দেশে রূপান্তরিত করার জন্য খ্যাতিমান এই শতবর্ষী ব্যক্তির হৃদরোগের ইতিহাস রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বাইপাস সার্জারিও হয়েছে।
গত জুলাইয়ে ১০০তম জন্মদিনে পিকনিক উদযাপনের পর ক্লান্তির জন্য মাহাথিরকে শেষবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মাহাথির দুটি পৃথক মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন, প্রথম মেয়াদ ২২ বছর স্থায়ী ছিল। বিরোধী জোটকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার পর তিনি ২০১৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকার ভেঙে যায়।
ঢাকা/শাহেদ