ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অফিসে কাজের চাপ নেই, রেগে চাকরি ছাড়লেন যুবক

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:০৯, ৩ সেপ্টেম্বর ২০২৫
অফিসে কাজের চাপ নেই, রেগে চাকরি ছাড়লেন যুবক

ছবি: প্রতীকী

অফিসে কাজের চাপে মানুষ অসুস্থ হয়ে পড়েন। সুযোগ পেলেই কেউ ইয়োগাতে মন দেন, আবার কেউ সুযোগ পেলেই দূরে বেড়াতে চলে যান। এবার এক উলটো ঘটনা ঘটেছে, অফিসে কাজের চাপ না থাকায় সিঙ্গাপুরের এক যুবক  চাকরি ছেড়েছেন।

এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সিঙ্গাপুরের  একটি আইটি জায়েন্ট মাইক্রোসফট-এর কর্মকর্তা। তার নাম মনিষা।  

আরো পড়ুন:

তিনি লিখেছেন,  ‘‘ আমি ওকে জিজ্ঞাসা করি কেন চাকরি ছাড়ছো? এর উত্তরে ছেলেটি জানায়, ‘আমি যদি এখানে কাজ চালিয়ে যাই, তাহলে আমার উন্নতি থমকে যাবে। আমি ৪৫ বছর বয়সে এইটা উপভোগ করতাম। কিন্তু আমি এখন উন্নতি করতে চাই।’’  

পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত গতিতে ভাইরাল হয়েছে। একজন লিখেছেন, ‘‘যুবক ঠিকই করেছেন। আপনি যদি সত্যিই উন্নতি করতে চান, তাহলে অবশ্যই পরিশ্রম করতে হবে। প্রকৃত কাজ বা উন্নতির সুযোগ ছাড়া এমন একটি কোম্পানিতে বসে থাকা উপভোগ্য। কিন্তু এটি আপনার কেরিয়ার ধ্বংস করে দেয়।’’

অন্য একজন সম্পূর্ণ বিপরীত মত প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘‘সিঙ্গাপুরের ওই যুবক বোকা। তিনি যদি ৪৫ বছর বয়সেও বেঁচে না থাকেন। সুযোগ পেয়ে কিছুটা আরাম করে নেওয়াই ভালো।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়