ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সড়ক দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে মাক্রোবাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

শুক্রবার ভোররাতের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাম জাহাঙ্গীর আলম (৫৫)। একই দুর্ঘটনা  আহতরা হলেন : তারেক (৩৫) এবং মোহাম্মদ মোস্তাক (৪০)।

চট্টগ্রাম মেডিক্যাল কজের হাসপাতাল সূত্র জানায়, ভোররাতের দিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে আঘাত করে। এতে মাইক্রোবাসের তিন যাত্রী গুরুতর আহত হয়।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। আহত অপর দুজনকে হাসপাতালে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

 

 

 

 

 


রাইজিংবিডি/চট্টগ্রাম/২৭ ফেব্রুয়ারি ২০১৫/রেজাউল/রণজিৎ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়