হিলি সীমান্তে কচ্ছপের শুটকি উদ্ধার
হালিম আল রাজী || রাইজিংবিডি.কম
হিলি প্রতিনিধি : হিলি সীমান্তের পার্শ্ববর্তী বাগজানা পাকা সড়কের ওপর থেকে ৪০ কেজি কচ্ছপের শুটকি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাত ৮ টায় শুটকিগুলো উদ্ধার করা হয়েছে জানিয়েছেন তারা।
রোববার রাত সাড়ে আটটার দিকে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাটালিয়ন অধীন কড়িয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের বিজিবির একটি বিশেষ টহল দল বাগাজানা পাকারাস্তার ওপর থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪০ কেজি কচ্ছপের শুটকি উদ্ধার করে। তবে এর সাঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।
উদ্ধার হওয়া শুটকিগুলোর বিজিবি নির্ধারীত সিজার মূল্য আট লাখ টাকা। শুটকিগুলো হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাইজিংবিডি/হিলি/২২ মার্চ ২০১৫/হালিম আল রাজী/সনি
রাইজিংবিডি.কম