ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের ১০ সুন্দরী অভিনেত্রী

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৪, ২৬ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানের ১০ সুন্দরী অভিনেত্রী

মায়া আলি

বিনোদন ডেস্ক : পাকিস্তানের শোবিজ অঙ্গনে অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন। যারা টেলিভিশন ও সিনেমার পর্দায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে আসছেন।

 

এ অভিনেত্রীদের অনেকেই টেলিভিশনে ভিডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে বড় পর্দা কাঁপিয়েছেন। অনেকে শুধু টেলিভিশন নাটকে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। পাকিস্তানের এমন সুন্দরী এবং জনপ্রিয় ১০ অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।  

 

সারা লরেন পাকিস্তানের পরিচিত মডেল-অভিনেত্রী। তিনি মোনালিসা নামেও পরিচিত। বলিউডসহ বিভিন্ন ইন্ডাস্ট্রির সিনেমায় কাজ করেছেন। জিন্দা রাগি সিনেমার মাধ্যমে রাবিয়ার চলচ্চিত্রে অভিষেক ঘটে। কাজরারে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সারার  

 

পাকিস্তানি জনপ্রিয় গায়িকা, মডেল ও অভিনেত্রী মেহউইশ হায়াত। তিনি এশিয়ার আবেদনময়ী নারীর তালিকাতেও রয়েছেন। তার অভিনীত চলচ্চিত্র হলো- ইনশা আল্লাহ, না মালুম আফ্রাদ প্রভৃতি

 

ভিজে ও অভিনেত্রী মাহিরা খান। শাহরুখ খানের বিপরীতে রইস সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার। এ অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমা হলো- বোল, অ্যাক্টর ইন ল, মান্টো প্রভৃতি

   

পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী আইজা খান। তিনি ১৬ বছর বয়স থেকে অভিনয় শুরু করেন। তারপর রোমান্টিক ঘরানার গল্প নিয়ে নির্মিত হয় ধারাবাহিক নাটক টুটি হুয়ে পে। এ নাটকে অভিনয় করেই জনপ্রিয়তা অর্জন করেন এ অভিনেত্রী

 

পাকিস্তানি মডেল ও টেলিভিশন অভিনেত্রী সাবা কমর। সুন্দরী এই অভিনেত্রী  পাকিস্তানি টেলিভিশনের জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো- দাস্তান, পানি জ্যায়সা পিয়ার প্রভৃতি

 

পাকিস্তানের সেরা অভিনেত্রী হিসেবে পরিচিত আয়েশা আখতার। তার অভিনীত বিতর্কিত স্লাকিস্তান সিনেমাটি মুক্তি পায় ২০১০ সালে। তারপর এ সিনেমাটি পাকিস্তানি সেন্সর বোর্ড নিষিদ্ধ করে।  

 

পাকিস্তানের সুন্দরী মডেল ও অভিনেত্রী ইমান আলি। তিনি বিভিন্ন ফ্যাশন শোয়ে অংশ নেয়ার পাশাপাশি কাজ করেছেন মিউজিক ভিডিওতে। অভিনয় করেছেন সিনেমাতেও। তার  অভিনীত সিনেমা হলো- বোল, খোদা কে লিয়ে প্রভৃতি

 

পাকিস্তানের জনপ্রিয় মডেল অভিনেত্রী ও শিল্পী নির্দেশকের তালিকার অন্যতম নাম মাহনূর বালুচ। তিনি অনেক জনপ্রিয় টেলিভিশন শোয়ে অভিনয় করেছেন। মাহনূর অভিনীত জনপ্রিয় সিনেমা হলো- তিশনাগি, মেহার বানু অর শাহ বানো, লেডিস পার্ক প্রভৃতি

 

সায়রা ইউসুফ একাধারে মডেল অভিনেত্রী এবং খুব ভালো একজন ভিডিও জকি। পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান মোস্ট ওয়ান্টেডের মাধ্যমে টেলিভিশন জগতে পা রাখেন। এছাড়াও অনেক বাণিজ্যিক বিজ্ঞাপনে কাজ করেছেন সায়রা 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ অক্টোবর ২০১৬/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়