ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পৌষ সংক্রান্তি মেলার উৎসবে মেতেছিল শেরপুর

শাকিল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ১৪ জানুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পৌষ সংক্রান্তি মেলার উৎসবে মেতেছিল শেরপুর

শেরপুর ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্ত উপলক্ষ্যে শহরের নবীনগরে বসে পৌষ মেলা

জেলা প্রতিবেদক
শেরপুর, ১৪ জানুয়ারী : বাংলার ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তির মেলা বসেছিল শেরপুরে। সোমবার বিকেলে পৌষ মাসের ৩০ তারিখ হিসেবে শেরপুর পৌর এলাকার নবীনগর মহল্লার সাওয়াল পীরের মাজার সংলগ্ন মাঠে বসেছিল এ মেলা।

স্থানীয় নবীনগর এলাকাবাসী প্রায় শ শ বছর যাবত এ মেলার আয়োজন করে আসছে। মেলায় বিভিন্ন পিঠা ও বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন মজাদার খাবারের পসরা বসে। এছাড়া শিশুদের বিভিন্ন ধরনের খেলনা, মাটির তৈরী নানা আসবাবপত্র, মেয়েদের প্রসাধনী ও চুড়ি-মালার দোকানের পসরাও সাজিয়ে বসে দোকানীরা।

মেলায় গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি শহরের বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমায়। মেলা উপলক্ষ্যে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, সাইকেল রেস এবং গাঙ্গি (কুস্তি) খেলারও আয়োজন করা হয়।

এদিকে গ্রামবাসীর ঘরে ঘরে চলে পিঠা-পায়েশ খাওয়ার উৎসব। এ উৎসবকে ঘিরে প্রায় বাড়িতেই দূর-দূরান্তের স্বজনরা ছুটে আসে পিঠা খেতে এবং মেলা দেখতে।

এছাড়া ঐতিহ্য ধরে রাখতে রেওয়াজ অনুযায়ী গ্রামের মানুষ ভোরে উঠে হলুদ ও সর্ষে বাটা দিয়ে গোসল করেন।

অপরদিকে বাড়ীর মেয়েরা ব্যস্ত থাকেন পিঠা-পায়েস তৈরীতে। দিনব্যাপী চলে অতিথি আপ্যায়ন এবং বিকেলে ছুটে যায় গ্রামের মেলার মাঠে। শিশু-কিশোর, যুবক-যুবতী ও বৃদ্ধরাও মেলায় গিয়ে উপভোগ করে বিভিন্ন খেলা। এসব খেলার পাশাপাশি মেলায় বসা বিভিন্ন দোকান থেকে কেনা-কাটা করে সন্ধ্যায় বাড়ী ফিরে।  

শেরপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ঘোড় দৌড় প্রতিযোগীতায় অংশ নিতে আসে ২০ জন ঘোড় সওয়ার। প্রতিযোগীতায় জামালপুর জেলার আখলাক তার ঘোড়া নিয়ে প্রথম স্থান অর্জন করে।

গাঙ্গি খেলায় ২৫ জনের মধ্যে শেরপুর জেলা শহরের নবীনগর এলাকার উজ্জল প্রথম এবং সাইকেল রেস খেলায় ২৫ জনের মধ্যে প্রথম স্থান অর্জন করে বয়ড়া গ্রামের শরিফ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শেরপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম।

 

রাইজিংবিডি / শাকিল / টিপু



রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়