ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যা যা আছে কালো মানুষের দেশে

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:৪১, ৪ সেপ্টেম্বর ২০২৪
যা যা আছে কালো মানুষের দেশে

ছবি: সংগৃহীত

আরবি শব্দ ‘বিলাদ আস সুদান’ এর অর্থ কালো মানুষের দেশ। আর এই শব্দটি থেকেই এসেছে সুদানের নাম। প্রাচীনকাল থেকে সুদান আফ্রিকা এবং ভূ-মধ্যসাগরীয় অঞ্চলের মধ্যে ঐতিহ্যগত সেতুবন্ধন হিসেবে কাজ করছে। দেশটির রাজধানী খার্তুম। যার অর্থ হাতির শুঁড়। পৃথীবির দীর্ঘতম নীল নদটি সুদানের একেবারে মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে। সুদানের রাজধানীতে এসে নীল নদের দুইটি প্রধান উপনদ ব্লু নাইল এবং হোয়াইট নাইল মিলিত হয়েছে। এই মিলনস্থলে পাশাপাশি সাদা এবং নীল রঙের পানির অপূর্ব মিলন দেখা যায়।

সুদান আফ্রিকা মহাদেশের প্রায় ৮ শতাংশ এবং পুরো বিশ্বের প্রায় দুই শতাংশ জায়গাজুড়ে অবস্থিত। দেশটির আয়তন ১৮ লক্ষ ৮৬ হাজার ৬৮ বর্গ কিলোমিটার। এ দেশের জনসংখ্যা প্রায় ৫ কোটি। দেশটির মোট জনসংখ্যার ৭০ শতাংশই নিগ্রো এবং আরব সংস্কৃতির। দেশটির ভাষা সুদানি আরবি। 

সুদানে রয়েছে অনেক পিরামিড। ২৫০০ খ্রিষ্টপূর্বাব্দে প্রাচীন নুবিয়ান সভ্যতা মানুষেরা তৈরি করেছিল এইসব পিরামিড। যার সংখ্যা ২৫০টিরও বেশি। 

সুদানের মেরো দ্বীপ ইউনেস্কোর তালিকাভুক্ত পর্যটন স্থল। এটি নামে দ্বীপ হলেও আসলে কোনো দ্বীপ নয়। স্থানটি নীল নদ আর আটবারা নদীর মধ্যবর্তী একটি পর্যটন স্থান। এখানে খিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে নির্মাণ করা প্রায় ১০০ টি পিরামিডের দেখা পাওয়া যায়। 

সুদানের কেরমা শহরে আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইস্টার্ন ডিফুফা। এই স্থানটি সুদানের রাজপরিবারের কবরস্থান। এখানে ৩০ হাজারেরও বেশি করবস্থানের অবশিষ্টাংশ রয়েছে। এই স্থান থেকে মানুষের খুলি যেমন উদ্ধার করা হয়েছে আবার প্রায় ৫ হাজার গবাদি পশুর খুলিও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হয়, রাজপরিবারের মৃত সদস্যরা যাতে পরকালে সুখে শান্তিতে থাকতে পারে এজন্য লাশের সঙ্গে জীবিত পশু কবর দেওয়া হতো। 

সুদানে রযেছে বিস্তৃত মরুভূমি। যা দেশটির প্রায় ৬০ শতাংশ জুড়ে আছে। বৃহত্তম মরুভূমি সাহারার কিছু অংশ সুদানে রয়েছে। এই মরুভূমি বৈচিত্রময় প্রাণী এবং উদ্ভিদের আবাসস্থল।

সুদানে রয়েছে সাহেল নামের তৃণভূমি। এই তৃণভূমি সেনেগাল থেকে সুদান পর্যন্ত প্রায় ৫ হাজার ৪০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। যা আধা শুষ্ক মরুভূমির একটি অঞ্চল।
 

লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়