মৃত্যুর সময় কাউকে পাশে পাননি পাকিস্তানী অভিনেত্রী আয়েশা খান
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
আয়েশা খানের ছবির কোলাজ। ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিনোদনজগতে সুপরিচিত নাম আয়েশা খান। ‘আখরি রক’, ‘টিপু সুলতান: দ্য টাইগার লর্ড’এর মতো জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। শুক্রবার পাকিস্তানের করাচিতে নিজ বাসভবন থেকে আয়েশা খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আরও অন্তত সাত দিন আগে তিনি মারা গেছেন। অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৭।
স্থানীয় পুলিশ আরব নিউজকে জানিয়েছে,‘‘আয়েশা খান কয়েক বছর ধরে একা বসবাস করতেন। তিনি বিভিন্ন সামাজিন অনুষ্ঠান এড়িয়ে চলতেন। তার বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কেউ দরজা খোলেনি। পুলিশ দরজা ভেঙে ভেতরে গেলে অভিনেত্রীর পচা–গলা দেহ দেখতে পায়।’’
আয়েশা খানের মরদেহ উদ্ধার করে পুলিশ প্রথমে করাচির জিন্নাহ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ময়নাতদন্ত করা হয়। এরপর মরদেহ সোহরাব গোথে ইধি ফাউন্ডেশনের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। তার মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি বোঝার জন্য পুলিশ আয়েশার প্রতিবেশী ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
ঢাকা/লিপি