ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রামচরণের স্ত্রী উপাসনার ‘বিলিয়ন হার্টস বিটিং’ সম্পর্কে কতটা জানেন

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১৯ জুলাই ২০২৫  
রামচরণের স্ত্রী উপাসনার ‘বিলিয়ন হার্টস বিটিং’ সম্পর্কে কতটা জানেন

উপাসনা কোনিদেলা, রামচরণ

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রামচরণের স্ত্রী উপাসনা কোনিদেলা। তিনি একটি অসাধারণ উদ্যোগ হাতে নিয়েছেন, যেটি ‘বিলিয়ন হার্টস বিটিং’ নামে পরিচিত। এই উদ্যোগের আন্ডারে ভারতের ১৫০টি বৃদ্ধাশ্রম পরিচালিত হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য, ‘‘বিলিয়ন হার্টস বিটিং নামে একটি মানবিক উদ্যোগের মাধ্যমে ভারতে ১৫০টিরও বেশি বৃদ্ধাশ্রম পরিচালনা করছেন উপাসনা। শুধু কাগজে-কলমে এসব প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন, তা নয়। যাতে সব বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধারা আদর-যত্ন পান সে তদারকিও করছেন তিনি।’’

আরো পড়ুন:

উপাসনা কোনিদেলার ভাষ্য, ‘‘ সব মানুষের জীবনের এই শেষ পর্যায়ে ওনাদের একটাই চাওয়া— একটু সম্মান, একটু যত্ন। আমি তাদেরকে সেটাই দিতে চাই। আমার দত্তক নেওয়া প্রতিটি বৃদ্ধাশ্রম যাতে মানবিক পরিবেশে পরিচালিত হয়—সেই বিষয়ে আমার কড়া নজর থাকবে সব সময়।’’

বৃদ্ধাশ্রমের সদস্যদের শুধু আবাসিক সুবিধা নয়, তারা যাতে  মনোবল ধরে রাখতে পারেন-সেই বিষয়েও কাজ করবেন উপাসনা। প্রতিটি বৃদ্ধাশ্রমে বিনামূল্যে ওষুধ, নিয়মিত চিকিৎসা, পুষ্টিকর খাবারের পাশাপাশি থাকবে বিনোদনের ব্যবস্থাও।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়