ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দৃপ্ত ষাট-এ আধুনিক প্রকাশনাশিল্পের পথিকৃৎ কামরুল হাসান শায়ক

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:০৩, ৬ সেপ্টেম্বর ২০২৫
দৃপ্ত ষাট-এ আধুনিক প্রকাশনাশিল্পের পথিকৃৎ কামরুল হাসান শায়ক

কামরুল হাসান শায়ক

বাংলাদেশের আধুনিক প্রকাশনাশিল্পের পথিকৃৎ কামরুল হাসান শায়কের আজ ষাটতম জন্মদিন। ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর নীলফামারী জেলার সৈয়দপুরে তিনি জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস চাঁদপুর। বাবা সিরাজুল হক ভূঁইয়া এবং মা সালমা বেগম। শৈশব থেকেই তিনি সৃষ্টিশীল আর স্বাপ্নিক এক মানুষ।  

কামরুল হাসান শায়ক বাংলাদেশের প্রকাশনাশিল্পকে পেশাদারিত্বের পর্যায়ে নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। এ দেশের প্রকাশনাশিল্পকে তুলে ধরেছেন বিশ্বমঞ্চে। এক কথায় প্রকাশনাকে সমষ্টিগতভাবে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। বর্তমানে কামরুল হাসান শায়ক পাঞ্জেরী পাবলিকেশন্স লি.-এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। 

আরো পড়ুন:

১৯৯৩ সাল থেকে শুরু হয় প্রকাশনা জগতে কামরুল হাসান শায়কের অভিযাত্রা। প্রযুক্তিনির্ভর আধুনিক সমৃদ্ধ প্রকাশনার প্রবর্তক তিনি।তার প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্স লি. ফিকশন, নন-ফিকশন, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, হরর, কমিক্স, অটোবায়োগ্রাফি, অনুবাদ ইত্যাদি বই নিয়ে কাজ করছে।

বাংলাদেশের বই ফ্রাঙ্কফুর্ট বইমেলা, লন্ডন বইমেলা থেকে শুরু করে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পৌঁছে দিতে কাজ করছেন কামরুল হাসান শায়ক। আন্তর্জাতিক প্রকাশক সংস্থা IPA-তে বাংলাদেশের পূর্ণ সদস্যপদ নিশ্চিত করার ক্ষেত্রে তিনি একক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এশিয়া প্যাসিফিক পাবলিশার্স অ্যাসোসিয়েশন (APPA)-এ দেশের উপস্থিতি স্থাপনেও অবদান রয়েছে তার।

কামরুল হাসান শায়ক লেখক ও কথাসাহিত্যিক। তার লেখা গ্রন্থের মধ্যে রয়েছে: জেমি ও জাদুর শিমগাছ (২০০৩), মৎস্যকুমারী ও এক আশ্চর্য নগরী (২০২০), মুদ্রণশৈলী: নান্দনিক প্রকাশনার নির্দেশিকা (২০১৮), পাণ্ডুলিপি প্রস্তুতকরণ, সম্পাদনা ও প্রুফরিডিং (২০১৯), পুস্তক উৎপাদন ব্যবস্থাপনা (২০২১) ইত্যাদি।

কামরুল হাসান শায়ক বাংলা একাডেমি, মুক্তিযুদ্ধ জাদুঘর ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SAARC CCI)-এর আজীবন সদস্য। এ ছাড়া জাতিসংঘ সমিতি বাংলাদেশ (UNAB), প্রিন্টারস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েশনেরও সদস্য তিনি।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়