‘ডাকসু নির্বাচন’ -এর গৌরবময় ইতিহাস
সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
‘দ্বিতীয় সংসদ নির্বাচন’ হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এই নির্বাচনের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী একাধিক গণ–অভ্যুত্থান ও সংগ্রামে ডাকসু গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে।
স্বাধীনতার আগে ৩৬ বার এবং স্বাধীনতার পরে স্বাধীন বাংলাদেশে ৭ বার হয়েছে ডাকসু নির্বাচন। ডাকসুতে নেতৃত্ব দেওয়া নেতারা বাংলাদেশের রাজনীতিতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
শুরু থেকেই ডাকসুতে পরোক্ষ নির্বাচন হতো। ডাকসুতে প্রত্যক্ষ নির্বাচন চালু হয় ১৯৭০ সালে। স্বাধীনতার পরে ডাকসুতে প্রথম ভিপি হন মুজাহিদুল ইসলাম সেলিম এবং জি এস হন মাহবুব জামান।
১৯৭৪ থেকে ১৯৭৮ ডাকসু নির্বাচন হয়নি। ১৯৭৯-৮০ শিক্ষাবর্ষে ভিপি হন মাহমুদুর রহমান মান্না এবং জিএস হন আখতারুজ্জামান। ১৯৮০-৮১ শিক্ষাবর্ষেও ভিপি হন মাহমুদুর রহমান মান্না এবং জিএস হন আখতারুজ্জামান। ১৯৮২-৮৩ সালে ভিপি হন আখতারুজ্জামান এবং জিএস হন জিয়া উদ্দীন আহমেদ বাবলু। ১৯৮৩ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ডাকসু নির্বাচন হয়নি। ১৯৮৯-৯০ সালে ভিপি হন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং জিএস হন মুশতাক হোসেন।
১৯৯০-৯১ শিক্ষাবর্ষে ভিপি হন আমানউল্লাহ আমান এবং জিএস হন খায়রুল কবির খোকন। এরপর নানা কারণে ১৮ বছর বন্ধ ছিলো ডাকসু নির্বাচন। সবশেষে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভিপি হন নুরুল হক নুর এবং জিএস হন গোলাম রব্বানী। স্বাধীনতার পর থেকে ১৯ বার ডাকসু নির্বাচনের কথা থাকলেও মাত্র সাত বার ডাকসু নির্বাচন হয়েছে।
ডাকসু নির্বাচনের শুরুর কথা
শুরুটা ১৯২১ সালের ১ জুলাই থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে স্যার এ. এফ. রহমানের উদ্যোগে তিনটি আবাসিক হল- মুসলিম হল, জগন্নাথ হল ও ঢাকা হল ছাত্র সংসদ গঠন করা হয়। তারপর গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ’ থেকে তিন দশক পর নামকরণ হয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’। শুরুতে একে 'ডাকসু' নামে ডাকা হতো না।
হল ছাত্র সংসদের সাফল্যের পর ১৯২২-২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (Dacca University Student's Union) গঠিত হয়। শুরুতে প্রত্যেক হল থেকে তিনজন ছাত্র এবং একজন শিক্ষক আর উপাচার্যের মনোনীত একজন শিক্ষক এই নিয়ে সংসদ। শিক্ষকদের মধ্যে একজন সভাপতি হতেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদের নতুন গঠনতন্ত্র অনুমোদন করে ১৯৪৪-৪৫ সালে। এই গঠনতন্ত্রের অধীনে ১৯৪৫-৪৬ সালে উপাচার্য পিজে হার্টগ পদাধিকারবলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি হন।
ঢাকা/লিপি