ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসলামফোবিয়া দূর করতে জার্মানির মুসলিমরা যে উদ্যোগ নিয়েছেন

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১৫:২৮, ৪ অক্টোবর ২০২৫
ইসলামফোবিয়া দূর করতে জার্মানির মুসলিমরা যে উদ্যোগ নিয়েছেন

জার্মানে ওপেন মস্ক ডে-তে মুসলিম ও অমুসলিম নাগরিক একসঙ্গে অংশ নিতে পারেন। ছবি: সংগৃহীত

জার্মানিতে সাম্প্রতিক বছরগুলোতে অতি-ডানপন্থী এবং জনপ্রিয় দলগুলোর প্রচারণার ফলে ইসলামোফোবিয়া এবং অভিবাসীদের প্রতি ঘৃণা বৃদ্ধি পাচ্ছে। এর শিকার হচ্ছেন জর্মানিতে বসবাসরত প্রায় ৪৭ লাখ মুসলিম। ইসলামফোবিয়া দূর করার লক্ষ্যে দেশটিতে প্রতি বছর পালন করা হচ্ছে ‘ওপেন মস্ক ডে’। ইসলামের প্রতি অন্য ধর্মের মানুষদের ভুল ধারণা দূর করতে এবং পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলার লক্ষ্যে পালিত হচ্ছে দিবসটি। 

প্রতিবছরের ন্যায় এবারও জার্মানিতে পালিত হলো ‘ওপেন মস্ক ডে’ বা উন্মুক্ত মসজিদ দিবস। গত ৩ অক্টোবর দিবসটি উপলক্ষে জার্মানির মসজিদগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছিলো। এতে মুসলিম ও অমুসলিম নাগরিক একসঙ্গে মসজিদ পরিদর্শন, আলোচনা ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ ছিলো।

আরো পড়ুন:

এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ছিল  Faith as a Compass for Humanity অর্থাৎ ‘ঈমান মানবতার দিকনির্দেশক’।

স্থানীয় গণমাধ্যমের তথ্য, ‘ওপেন মস্ক ডে’ প্রথম চালু হয় ১৯৯৭ সালে জার্মানির কেন্দ্রীয় মুসলিম পরিষদের উদ্যোগে। তখন থেকে প্রতিবছর প্রায় এক লাখ মানুষ এ আয়োজনে অংশ নিয়ে থাকেন। 

জার্মানির প্রধান ইসলামিক সংগঠনগুলোর সমন্বয়ে ২০০৭ সাল থেকে এ অনুষ্ঠান আরো বিস্তৃত হয়। ৩ অক্টোবর তারিখটি বেছে নেওয়া হয়েছে জার্মান ঐক্য দিবসের সঙ্গে মিলিয়ে।

আয়োজকরা মনে করছেন, ‘‘ এই দিবস মুসলিম সম্প্রদায়কে সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরার প্রতীক।’’

এবারের আয়োজনে মসজিদ পরিদর্শনের পাশাপাশি প্রদর্শনী, প্রশ্নোত্তর, তথ্য সেশন ও সংস্কৃতিবিষয়ক অনুষ্ঠান ছিল। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়