ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

বাংলাদেশের যত হোয়াইটওয়াশ

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২২ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের যত হোয়াইটওয়াশ

বাংলাওয়াশ

ক্রীড়া প্রতিবেদক : আরেকটি হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ। যেই দলটিকে ১৬ বছর হারাতে পারেনি, সেই দলটিকে টানা তিন ম্যাচে হারিয়ে সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশের স্বাদও পেল। এটি বাংলাদেশের দশম হোয়াইটওয়াশ। এবং টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে এটি ষষ্ঠ হোয়াইটওয়াশ বাংলাদেশের।

 

এক নজরে বাংলাদেশের হোয়াইট-ওয়াশ

সাল         প্রতিপক্ষ       ব্যবধান
২০০৫/০৬     কেনিয়া         ৪-০
২০০৬        কেনিয়া        ৩-০
২০০৬/০৭    জিম্বাবুয়ে     ৫-০
২০০৬/০৭    স্কটল্যান্ড        ২-০
২০০৭/০৮    আয়ারল্যান্ড    ৩-০
২০০৯        ওয়েস্ট ইন্ডিজ    ৩-০
২০১০/১১    নিউজিল্যান্ড    ৪-০
২০১৩/১৪    নিউজিল্যান্ড     ৩-০
২০১৪/১৫    জিম্বাবুয়ে        ৫-০
২০১৫        পাকিস্তান     ৩-০

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৫/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়