ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গ্রামের মানুষ বিনামূল্যে ২৯ ধরনের ওষুধ পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ১২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রামের মানুষ বিনামূল্যে ২৯ ধরনের ওষুধ পাচ্ছেন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গ্রামের মানুষ ২৯ ধরনের ওষুধ বিনামূল্যে পাচ্ছেন।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৈশোর স্বাস্থ্য কৌশলপত্র ২০১৭-২০৩০ এর জাতীয় কর্মপরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাড়ে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্য সেবা এখন নিভৃত গ্রামে পৌঁছে গেছে। গ্রামীণ খেটে খাওয়া মানুষ ২৯ ধরনের  ওষুধ বিনামূল্যে ব্যাবহার করতে পারছেন।

অনুষ্ঠানে কিশোর কিশোরীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকের যে কৌশলপত্র উদ্বোধন করা হলো, এর ফলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের সব কিশোর কিশোরী বিশেষ করে যারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ তারা সামাজিকভাবে নিরাপদ জীবন পাবে।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক খ ম কাজী মহিউল ইসলাম সভাপতিত্ব করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বার্ধন ঝাং রানা, ইউএনএফপিএ এর প্রতিনিধি ড. আশা টর্কেলসন, ইউনিসেফ এর উপ প্রতিনিধি ভীরা মনডংকা, শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

ঢাকা/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়