ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

বিএসএমএমইউতে ভর্তি পরীক্ষা শুক্রবার

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএমএমইউতে ভর্তি পরীক্ষা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জুলাই-২০১৭ সেশনের এমফিল/ এমপিএইচ কোর্সের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হল, এক্সটেনশন হল, লেকচার থিয়েটার ও লাইব্রেরিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রিভেনটিভ অ্যান্ড স্যোশাল মেডিসিন অনুষদ থেকে এ বছর মোট ৮৪৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

কোর্স ভিত্তিক এমফিলে ৩০ জন, এমপিএইচ কোর্সে ৮১৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এ বছর মোট আসন সংখ্যা ২১৪টি। এর মধ্যে এমফিলে ৭টি এবং এমপিএইচ কোর্সে ২০৭টি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নির্দেশনা ও উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপনের সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষার সম্পন্ন করার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম।

পরীক্ষার ফল আগামীকাল-ই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bsmmu.edu.bd প্রকাশ করা হবে।




রাইজিংবিডি/ঢাকা/৬ এপ্রিল ২০১৭/সাওন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়