ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনাভাইরাস আতঙ্কে বিমান যাত্রীদের অবস্থা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস আতঙ্কে বিমান যাত্রীদের অবস্থা (ভিডিও)

করোনাভাইরাস নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংক্রামক এই ভাইরাস থেকে বাঁচতে অনেকেই সার্জিকাল মাস্ক ব্যবহার করছেন। তবে অস্ট্রেলিয়ার দুই বিমানযাত্রী মাস্ক ব্যবহারকারীদের চেয়েও দুই কাঠি এগিয়ে।

ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এই দুজন বিমানে উঠে পুরো দেহ প্লাস্টিক দিয়ে মুড়ে রেখেছিলেন। শুধু তাই নয়, প্লাস্টিকের সেই পোশাকের ভেতরে তারা মাস্কও পরেছেন। তাদের সেই দৃশ্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘বিমানে আমার পেছনের অবস্থা। আপনি যখন করোনাভাইরাস # কনভিড ২০১৯ নিয়ে অনেক বেশি আতঙ্কে তখনকার অবস্থা।’

ভিডিওতে দেখা গেছে, দুজনের মধ্যে নারী যাত্রীটি ঘুমিয়ে রয়েছেন। তিনি পরে আছেন গোলাপি রঙের প্লাস্টিক। তার পুরুষ সঙ্গীটির পরা প্লাস্টিক সাদা রঙের। দুজনেরই মুখে মাস্ক ও হাতে গ্লাভস রয়েছে।

Currently behind me on the plane. When you super scared of #coronavirus #COVID2019 pic.twitter.com/iOz1RsNSG1

— alyssa (@Alyss423) February 19, 2020

 

 


ঢাকা/শাহেদ

 

 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়