ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শ্রীলঙ্কায় করোনায় প্রথম মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কায় করোনায় প্রথম মৃত্যু

মহামারি করোনাভাইরাসে শ্রীলঙ্কায় একজনের মৃত্যু হয়েছে। যা কোভিড-১৯ এ দ্বীপ রাষ্ট্রটিতে প্রথম মৃত্যু। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ মন্ত্রণালয়।

শ্রীলঙ্কার মোট জনসংখ্যা ২ কোটি ১০ লাখ। তার মধ্যে করেনাভাইরাসে আক্রান্ত ১১৩ জন। আরো সন্দেহজনক ১৯৯ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে আক্রান্ত ১১৩ জনের সবাইকে কলম্বোর সংক্রমণ রোগ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার রাতে ৬০ বছর বয়সী ওই ব্যক্তি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিছুদিন আগে তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। পাশাপাশি তিনি ডায়বেটিস রোগেও ভুগছিলেন।

মারাউইলা অঞ্চলের ওই ব্যক্তি ছিলেন দেশটিতে করোনা আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি। তারা তিনজন ইতালি থেকে আসা একটি ট্যুর গ্রুপের সংস্পর্শে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর মৃত ব্যক্তি আরো ১৭ জনের সংস্পর্শে গিয়েছিলেন। তাদের সবাইকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আক্রান্ত ১১৩ জনের মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলের ৬ লাখ ৫৫ হাজার ৬৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৩০ হাজার ৩৮৮ জন। সেরে উঠেছেন ১ লাখ ৪১ হাজার ৪১৪ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়