ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘মাস্ক ব্যবহার করবেন না’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মাস্ক ব্যবহার করবেন না’

করোনাভাইরাসে আক্রান্তের আগ পর্যন্ত কিংবা করোনা আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত ব্যক্তিদের ছাড়া অন্যদের মাস্ক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থার জরুরি স্বাস্থ্য প্রকল্পের নির্বাহী পরিচালক ড. মাইক রায়ান এই পরামর্শ দিয়েছেন।

ড. রায়ান জানান, জনসাধারণের মাস্ক ব্যবহারে কোনো সম্ভাব্য সুবিধা আছে তার পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ নেই। তবে যথাযথভাবে কিংবা মুখের মাপ অনুযায়ী মাস্ক না পরলে বিপরীত ক্রিয়ার সম্ভাবনা রয়েছে।

মাস্কের ব্যাপক ব্যবহারে সংকট তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আরেকটি ব্যাপার হচ্ছে বৈশ্বিকভাবে আমাদের মাস্কের সংকট রয়েছে।’

ড. রায়ান বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে বেশি ভাইরাসের ঝুঁকিতে রয়েছেন সামনের সারির চিকিৎসকরা, যারা প্রতিদিন, প্রতিমুহূর্তে ভাইরাসের সামনে আসছেন। তাদের মাস্ক নেই চিন্তা করাটাও ভয়ঙ্কর।’

সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. মারিয়া কারখোভও সোমবারের সংবাদ সম্মেলনে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘যাদের মাস্ক সবচেয়ে বেশি প্রয়োজন আমরা তাদেরকে গুরুত্ব দিচ্ছি।’

তিনি বলেন, ‘আপনি নিজে অসুস্থ না হওয়ার আগ পর্যন্ত এবং আপনি অসুস্থ হলে আপনার কাছ থেকে সংক্রমণ প্রতিরোধের পদক্ষেপ ছাড়া অন্য কোনোভাবে আমরা মাস্ক ব্যবহারের সুপারিশ করি না। যারা বাড়িতে আছেন, যারা অসুস্থ এবং যারা বাড়িতে অসুস্থ ব্যক্তিদের সেবা করছেন তাদেরকেই আমরা মাস্ক ব্যবহারের সুপারিশ করছি।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়