চীনে সেক্স ফেস্টিভাল!
এসআই || রাইজিংবিডি.কম
সেক্স ফেস্টিভালে আগন্তুকরা
ডেস্ক রিপোর্ট
ঢাকা, ২৯ নভেম্বর: কদিন আগেই ভারতে ধর্ষণ উৎসবের কথা প্রকাশ করে ব্যপক আলোড়ন সৃষ্টি করেছিল যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম। ভারত সরকার এমন খবরের তীব্র বিরোধীতা করে তখন। কিন্তু চীন অনেকটা প্রকাশ্যেই এবার আয়োজন করছে যৌন উৎসব।
যদিও এ ধরনের উৎসবের ধারণা এর আগে ছিল না চীনের মানুষের৷ মূলত একাকীত্বে ভোগা মানুষের যৌনক্ষুধা মেটাতেই এ আয়োজন করা হয়েছে এই গুয়াংঝৌ ন্যাশনাল সেক্স কালচার ফেস্টিভ্যালের৷
উৎসবে মধ্যবয়স্কদের ভিড়ই বেশি। তাদের অধিকাংশই বিবাহিত৷ এমনই একজন চেন ওয়েজহাউ৷ ৪৬ বছরের এই বাসচালক অপলকে তাকিয়ে ছিলেন স্বল্পবসনা মেয়ে পুতুলটির দিকে৷এক ঝলকে দেখে কোনও মহিলা বলে ভুল হতেই পারে৷ দোকানের শো-কেসে স্বল্পবসনা এই ম্যানিকুইনকে দেখেই চেন যেন মিটিয়ে নিতে চাইছিলেন মনের খিদে৷ প্রশ্ন করে জানা গেল, দীর্ঘদিনের বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক এখন অভ্যাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷ তাই যৌন জীবনের রোম্যান্স খুঁজে পেতেই এই ফেস্টিভ্যালে এসেছেন তিনি৷
এই উৎসবকে ছোটখাটো একটা মেলা বলা যেতেই পারে৷ চারপাশে ছোট ছোট দোকান৷ বেশির ভাগ দোকানেই বিক্রি হচ্ছে স্বল্পবসনা বিভিন্ন ম্যানিকুইন৷ এ ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সেক্স টয়৷ কোথাও বিক্রি হচ্ছে মহিলা ও পুরুষদের অন্তর্বাস বা রকমারি রাতপোশাক৷ কোথাও আবার বিভিন্ন ফ্লেভারের কনডম৷এছাড়া রয়েছে মনোরঞ্জনের ব্যবস্থাও৷ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে কেনাকাটা করার ফাঁকে অনেকেই দাঁড়িয়ে পড়ছেন স্টেজের সামনে৷ সেখানে চলছে কখনো স্বল্প কখনো বিবসনাদের ফ্যাশন শো৷ এমনকি ভিড়ের মধ্যে হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে দেশটির নামী-দামী মডেলদের সঙ্গেও৷রয়েছে কনডম ফোলানো থেকে শুরু করে নানা মজার খেলাও।
উৎসবের উল্লেখযোগ্য দিক হলো এতে নারীদের তুলনায় পুরুষের ভিড়ই বেশি৷এটা অবশ্য চীনের এক সন্তান নীতির প্রতিফলন বলা যেতে পারে৷প্রতিটি দম্পতিই চান অন্তত একটি পুত্রসন্তান৷ সেক্ষেত্রে এক সন্তান নীতির চাপে পড়ে এক সময় চীনে গর্ভপাতের সংখ্যা বাড়ছিল৷আর তারই ফল হিসেবে ২০১২ সালে চীনের লিঙ্গ অনুপাত হয়েছিল ১১৮ জন সদ্যজাত ছেলে প্রতি মাত্র ১০০ জন সদ্যজাত মেয়ে৷বিশেষজ্ঞদের মতে, পুরুষ প্রতি মহিলাদের সংখ্যা এতটা কমে যাওয়াতেই সম্ভবত ফুলেফেঁপে উঠেছে দেহ ব্যবসা৷
উল্লেখ্য, হাজারেরও বেশি চীনা সংস্থা বিশ্বের ৭০ শতাংশ সেক্স টয় তৈরি করে, যা রপ্তানি করে বছরে অন্তত ২ বিলিয়ন ডলার আয় হয় প্রশাসনের৷
রাইজিংবিডি / এসআই / কেএস
রাইজিংবিডি.কম