ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

লাদাখে চীনের সঙ্গে সংঘাতে এক ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৪:২১, ২ সেপ্টেম্বর ২০২০
লাদাখে চীনের সঙ্গে সংঘাতে এক ভারতীয় সেনা নিহত

গত সোমবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছিল, ২৯ ও ৩০ আগস্ট পূর্ব লাদাখের প্যাংগং লেক দিয়ে চীনা সেনাদের অনুপ্রবেশের চেষ্টা তারা আটকে দিয়েছিল। তাতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের খবরও শোনা গিয়েছিল, তবে কোনও হতাহতের কথা জানায়নি কেউ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক তিব্বতীয় পার্লামেন্টের সংসদ সদস্যের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান এক ভারতীয় সেনার মৃত্যুর খবর দিয়েছে।

হিমালয়ান সীমান্তে গত জুনে দুই দেশের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ হয়েছিল, তাতে মারা গিয়েছিল ভারতের ২০ সেনা। লাদাখের এ বিরাজমান অস্থিরতা কমাতে ভারত ও চীনের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা বৈঠকে বসেছিল। একাধিক বৈঠকে দুই দেশের মধ্যে শান্তি ফেরার আভাস মিললেও গত শনিবার ফের উত্তেজনা তৈরি হয়।

ভারত সেনাবাহিনীর দাবি, গত শনিবার ও রোববার চীনের ‘প্ররোচনামূলক সামরিক গতিবিধি’ দেখতে পায় তারা। তবে এই আগ্রাসন তারা রুখে দিতে সফল হয়। ওই ঘটনার ৪৮ ঘণ্টা পার হতে সোমবার ফের চীনের বিরুদ্ধে হিমালয়ের বিতর্কিত পার্বত্য সীমান্তে উসকানিমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ আনে ভারত।

এই দুটি ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও তিব্বতীয় পার্লামেন্টের নির্বাসিত সদস্য নামগিয়াল দোলকার লাগিয়ারি এএফপিকে বলেছেন, তিব্বতীয় বংশোদ্ভুত এক ভারতীয় সেনা শনিবার রাতের ‘সংঘাতে শহীদ হয়েছেন’। স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের (এসএফএফ) আরও এক সদস্য আহত হয়েছেন। 

যদিও ভারতীয় কোনও সংবাদমাধ্যমে এই ধরনের খবর প্রকাশ পায়নি।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়