ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় টিকা নেওয়ার পর ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ২২ অক্টোবর ২০২০  
দক্ষিণ কোরিয়ায় টিকা নেওয়ার পর ২৫ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার পর অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। অবশ্য দেশটির কর্মকর্তারা এরপরও এই টিকা দেওয়া বন্ধ করবেন না বলে বৃহস্পতিবার জানিয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করেছেন, এই মৃত্যুর সঙ্গে টিকার সরাসরি কোনো সম্পৃক্ততা তারা খুঁজে পাননি।

কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) জানিয়েছে, বিনামূল্যে এক কোটি ৯০ লাখ কিশোর-কিশোরী ও প্রবীণদের টিকাদান কর্মসূচি চলাকালে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৭ বছরের এক কিশোরও রয়েছে।

সংস্থার পরিচালক জিয়ং ইআন-কিয়ং দেশটির পার্লামেন্টে বলেছেন, ‘মৃতের সংখ্যা বাড়ছে, তবে আমাদের টিম দেখতে পেয়েছে টিকা দেওয়ার সঙ্গে মৃত্যুর সম্পৃক্ততার সম্ভাবনা খুবই কম।’

স্বাস্থ্যমন্ত্রী পার্ক নিয়াং-হু বলেছেন, ‘আমি দুঃখিত যে টিকা নিয়ে জনগণ উদ্বিগ্ন। আমরা কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। তবে পুরো প্রক্রিয়াটি খতিয়ে দেখা হবে, যেখানে সরকারের বিভিন্ন সংস্থা সম্পৃক্ত থাকবে।’

দ্য কোরিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন টিকাদান কর্মসূচি স্থগিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকার সঙ্গে মৃত্যুর সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় এটি স্থগিত হচ্ছে না।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়